Home / মিডিয়া নিউজ / জাজের ছবির জন্যই যে কি পরিমান ওজন কমিয়েছেন , জানালেন বাঁধন

জাজের ছবির জন্যই যে কি পরিমান ওজন কমিয়েছেন , জানালেন বাঁধন

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত নতুন ছবি \’দহন\’-এর নায়িকা নিয়ে অনেক জলঘোলা হচ্ছিল।

কে হচ্ছেন জাজের পরবর্তী নায়িকা, এ নিয়ে কম রহস্য হয়নি। অবশেষে জট খুললো সেই রহস্যের। জাজের নতুন নায়িকা হলেন লাক্সতারকা আজমেরি হক বাঁধন।

সোমবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে জমকালো এক আয়োজনের মাধ্যমে এমনটাই ঘোষণা দেয়া হয়।

জানানো হয়, \’দহন\’ ছবির নায়িকা বাঁধন। ছবিতে আরো অভিনয় করবেন পূজা চেরি এবং নায়ক হিসেবে থাকছেন সিয়াম।

এসময় বাঁধন বলেন: দহন ছবির গল্প এবং স্ক্রিপ্ট আমাকে মুগ্ধ করে। ছয়মাস ধরে ছবির জন্য নিজেকে প্রস্তুত করেছি। ১৬ কেজি ওজন কমিয়েছি। আরো ৫ কেজি কমানোর চেষ্টা করছি।

তিনি বলেন, ছবিতে নিজের চরিত্রের জন্য বাইক চালানো শিখছি। আমি কোনো সাইকেলও চালাইনি। এখন বাইক চালানো শিখতে হচ্ছে। বাঁধন বলেন, দহন একটি সামাজিক ও রাজনৈতিক গল্পের ছবি।

\’দহন\’ পরিচালনা করবেন রায়হান রাফি। যিনি আর আগে \’পোড়ামন ২\’ ছবিটি নির্মাণ করে আলোচনায় এসেছেন। রায়হান রাফী ছবিটি নিয়ে বলেন: এই ছবির মাধ্যমে দেশের সন্ত্রাসবাদ দূর করার চেষ্টা করবো।

আগামী ১০ মে থেকে \’দহন\’ ছবির শুটিং শুরু হবে। ছবিতে সিয়ামকে দেখা যাবে নেশাগ্রস্ত যুবকের চরিত্রে। আর পূজাকে দেখা যাবে গার্মেন্টস কন্যার চরিত্রে।

\’দহন\’ ছবির মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান সিরাজ,

জাজ কর্ণধার আবদুল আজিজ, নুসরাত ফারিয়া, ইমরান, কনা, রোশান, সিয়াম, পূজা, এভ্রিল প্রমুখ।

ছবি: নায়িকার ফেসবুক ওয়াল থেকে সংগৃহিত

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *