





উত্তম-সুচিত্রার দুইটি ছবি এখন নেট দুনিয়ার চারদিকে ভেসে বেড়াচ্ছে। এই ছবি দেখে বুঝার উপায়






নেই যে তাঁরা সুস্থ আছেন। দেখে মনে হচ্ছে, তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে তাঁদের দেহ-মন,






তবুও ঘামার্থ তৈলাক্ত মুখে হেসে সব কিছু মেনে নিচ্ছেন। ঠিক যেন গরমে মমের মতো






গলে যাচ্ছেন তাঁরা। একেঅপরের পাশে দাঁড়িয়ে আছেন বলে তা অনুভব করছেন না উভয়ই।
আসলে ব্যাপারটা কি? সম্প্রতি ভাইরাল হওয়া এই ছবি দুইটি উত্তম-সুচিত্রার, কোনো সন্দেহ নেই। ওয়াক্স মিউজিয়ামে রাখা এই মূর্তির ছবি নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা।
কেউ কেউ বলছেন তাঁদের এধরনের মূর্তি বানিয়ে ছোট করা হয়েছে, বিকৃত করা হয়েছে। আবার কেউ কেউ বলেছেন, এই খ্যাতিমান তারকার মূর্তি বিকৃত করে বানিয়ে আসলে বাঙ্গালির আবেগ নিয়েই ছেলে খেলা হচ্ছে। এমন সমালোচনায় অংশ নিয়েছেন কলকাতার অনেক নামিদামি তারকারা।
এদিকে ওয়াক্স মিউজিয়াম দাবি করেছে, ’এই ছবি দুইটি প্রায় তিন বছর আগের। তবে মূর্তি তৈরি করার একদম আগের ছবিটি। পরে অনেক পরিবর্তন করে মিউজিয়ামে রাখা হয়েছে।
অনেক দর্শকরাই সেটা দেখেছেন। ইন্টারনেটে ভাইরাল হওয়া ছবি আসলে অনেক পুরাতন।’