





বলিউড তারকা সাইফ আলি খান ও অমৃতা সিংহর মেয়ে সারা আলি খানের একটি ফটোশ্যুট ঘিরে






আগ্রহ অনুরাগী মহলে। এই ফটোশ্যুট কোনও খোলামেলা ছবির নয়। আসলে সারা ফটোশ্যুটটি করেছেন তার মা অমৃতা সিংহ ও ডিম্পল কাপাডিয়ার সঙ্গে।
ছবিতে তিনজনকেই চিরাচরিত পোশাকেই দেখা গিয়েছে। সারাকে ট্রাডিশনাল পোশাকে এর আগেও দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ফটোশ্যুট অনুরাগীদের বেশ পছন্দ হয়েছে।
সারা বর্তমানে রণবীর সিংয়ের বিপরীতে ’সিম্বা’ ছবিতে কাজ করছেন। তার অভিনীত প্রথম ছবি ’কেদারনাথ’ চলতি বছরে মুক্তি পাওয়ার কথা আছে।