Home / মিডিয়া নিউজ / ‘সিনেমায় নগ্ন হলেও স্বামী আপত্তি করবে না’

‘সিনেমায় নগ্ন হলেও স্বামী আপত্তি করবে না’

টেলিভিশন থেকে যাত্রা শুরু হলেও সুরভিন চাওলা এখন পুরোদস্তুর সিনেমার নায়িকা। ’হেট স্টোরি

২’ সিনেমায় তার সাহসী অভিনয় কেড়ে নেয় দর্শকদের মন। ’পার্চড’ সিনেমায় অভিনয় করেও

প্রশংসা পান তিনি। গত বছরের মাঝামাঝি সময়ে তার বিয়ের খবর প্রকাশ্যে আসে।

সম্প্রতি গণমাধ্যমে একটি সাক্ষাৎকারে তিনি জানান, বিয়ে হয়েছে বলে তার অভিনয় দক্ষতা কমে যায়নি।

২০১৫ সালে বিরাট-আনুশকার মতো ইতালিতে অক্ষয় ঠাক্করকে বিয়ে করেন সুরভিন। তবে বিয়ের খবর প্রকাশ্যে আসে গত বছর। বিয়ের কথা গোপন করা প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। এবার তিনি জানালেন, বিয়ে হয়েছে বলে তিনি যে সাহসী দৃশ্যে অভিনয় করতে পারবেন না, এমন নয়।

সুরভিন জানান, অভিনয় ও ক্যারিয়ার নিয়ে স্বামীর কাছ থেকে অনেক সমর্থন পান তিনি। এই প্রসঙ্গে নায়িকা বলেন, ’আমার এই সম্পর্কে আমি অনেক উত্থান-পতন দেখেছি। তাই আমার ক্যারিয়ারের ব্যাপারে নিশ্চিত হয়েই আমি বিয়ে করেছি। তা ছাড়া বিয়ের একটি নির্দিষ্ট বয়স থাকে। আমার মনে হয়, আমি সঠিক সময়েই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।’

এরপরই সুরভিন বলেন, ’সিনেমার চিত্রনাট্যের প্রয়োজনে আমি আমার সহ-অভিনেতাকে চুমু খেতে দ্বিধা করব না। এমনকি নগ্ন দৃশ্যে অভিনয় করতেও আমার স্বামীর অনুমতি নিতে হবে না। তিনি কখনোই এই বিষয়ে আপত্তি করবেন না।’

সূত্র: পিঙ্কভিলা

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *