Home / মিডিয়া নিউজ / ‘ফিরে আসুন ভাই, রাজা হয়ে থাকবেনঃ মিশা

‘ফিরে আসুন ভাই, রাজা হয়ে থাকবেনঃ মিশা

মিশা সওদাগর বলেন, আপনার টাকার দরকার নেই। আমি আপনাকে চিনি। আপনি সম্পূর্ণ শিল্প সত্ত্বার

তৈরি একজন মানুষ। এফডিসিতে আপনি ফিরে আসুন, এদেশে চলচ্চিত্রের রাজা হয়ে থাকবেন আপনি আজিজ ভাই।

শুক্রবার (৬ এপ্রিল) রাতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ’বিজলী’ ছবির মুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ

সম্মেলনে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজকে এফডিসিতে ফিরে আসার অনুরোধ জানিয়ে তিনি এসব কথা বলেন।

আজিজকে উদ্দেশ্যে করে মিশা সওদাগর বলেন, আজিজ ভাই, আপনার হাত ধরে এদেশে ডিজিটাল চলচ্চিত্র যাত্রা শুরু করেছে। এতবড় কাজ করলেন আপনি, অথচ এফডিসির মূলধারার কয়েকটা মানুষ অভিমান করে বসে থাকবে এটা হতে পারেনা।

এ সময় জনপ্রিয় এই খল অভিনেতা আরো বলেন, আজিজ ভাই আপনি এফডিসিতে ফিরে আসুন। যারা অভিমান করে আছে তাদের নিয়ে আরো শক্ত হয়ে কাজ করুন। আপনি এগিয়ে এলে আপনার কিছু আসবে যাবে না, বরং আপনি আরো এগিয়ে যাবেন।

মিশা আরো বলেন, আজিজ ভাই আমি আপনাকে চিনি। আপনি আপাদমস্তক একজন শিল্পমনা মানুষ। আপনি এফডিসিকে বুকে নিয়ে কাজ করুন। ছোট হবেন না, বরং বড় হবেন।

গেলো বছরের শেষ দিকে যৌথ প্রযোজনার সিনেমা নিমার্ণকে কেন্দ্র করে এফডিসির ১৮টি সংগঠনের চলচ্চিত্র পরিবারের সঙ্গে জাজ মাল্টিমিডিয়ার দূরত্ব সৃষ্টি হয়।natunsomoy.

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *