





১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি বিয়ে হয়েছিল কাজল এবং অজয়ের। কিন্তু মাত্র ২৫






বছর বয়সেই কেরিয়ারের তুঙ্গে থাকার সময়ে কেন বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি?






দেখতে দেখতে আঠারো পার করে দিলেন দু\’জনে। শুক্রবারই বিবাহ বার্ষিকী ছিল কাজল এবং অজয় দেবগণের।






নিজের বিবাহ বার্ষিকীতে অজয়ের সঙ্গে একটি সেলফি তুলে পোস্ট করেছিলেন কাজল। তার জবাবে স্বাভাবিকভাবেই বক্তদের প্রচুর শুভেচ্ছা পেয়েছেন দু\’জনে। পাল্টা তাঁদেরকে ধন্যবাদও জানিয়েছেন কাজল।
১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি বিয়ে হয়েছিল কাজল এবং অজয়ের। কিন্তু মাত্র ২৫ বছর বয়সেই কেরিয়ারের তুঙ্গে থাকার সময়ে কেন বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি? বছরখানেক আগে একটি সাক্ষাৎকারে তার উত্তরও দিয়েছিলেন অভিনেত্রী
বিবাহ বার্ষিকীতে এই সেলফিই পোস্ট করেন কাজল।
কাজল জানিয়েছিলেন, সিনেমার ব্যস্ততার থেকে নিজেকে কিছুটা সরিয়ে নেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আসলে নিজেকে কিছুটা সময় দিতে চেয়েছিলেন। কাজল বলেন, \’সেই সময় আমার কাছে প্রতি বছর চার থেকে পাঁচটি ছবির অফার থাকত। ইন্ডাস্ট্রিতে প্রায় ন\’ বছর কাটিয়েও ফেলেছিলাম আমি। অর্থ, যশ, সাফল্য— জীবনে কোনও কিছুরই অভাব ছিল না।
কিন্তু নিজের জন্য যেন না সময় ছিল, না শান্তি। ফলে একটা বড় সিদ্ধান্ত নিতেই হতো আমাকে।\’
অভিনেত্রীর দাবি, সেই সময়েই তিনি বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। একই সঙ্গে ঠিক করেছিলেন, বছরে একটির বেশি ছবিতে অভিনয় করবেন না।