Home / মিডিয়া নিউজ / রূপালি পর্দায় এবার সঞ্জয় দত্তের ছেলে

রূপালি পর্দায় এবার সঞ্জয় দত্তের ছেলে

রূপোলি পর্দায় তিন প্রজন্ম। এবার ক্যামেরার সামনে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তর ছেলে শাহরান।

নিজস্ব প্রোডাকশনের সিনেমা ‘হাসমুখ পিঘল গয়া’ সিনেমায় বলিউডের প্রবাদ প্রতিম

অভিনেতা রাজ কাপুরের সিনেমার একটি চিরকালের জনপ্রিয় গানের রিমিক্সে দেখা যাবে শাহরানকে।

বিশেষ সূত্রের খবর, ‘কিসি কি মুসকুরাহোটোঁ পে….’ রিমিক্সে ক্যামিও চরিত্রে দেখা যাবে তিন বছরের শাহরানকে। আর ক্যামেরার সামনে সুনীল দত্ত-নার্গিসের নাতি রীতিমতো স্বছন্দ ছিল বলে সূত্রের খবর।

গানের শুরুতেই শাহরানকে দেখা যাবে। সিনেমার শুরু এবং শেষে ওই গান রয়েছে। এজন্য গানটির স্বত্ত্বও কেনা হয়েছে। শুরুর গানে দেখা যাবে সিনেমার প্রধান চরিত্র আরমানকে। শেষের গানে দেখা যাবে অমিতাভ বচ্চনকে।

তীব্র গরমের দিনে মুম্বাইয়ের চালচিত্র নিয়ে তৈরি হয়েছে ‘হাসমুখ পিঘল গয়া’ সিনেমাটি। এই রোমান্টিক-কমেডির মুক্তির দিন অবশ্য এখনো ঠিক হয়নি। পোস্ট প্রোডাকশনের কাজ এখনো কিছুটা বাকি রয়েছে। সঞ্জয় দত্ত জেল থেকে বেরোনোর পর কাজে গতি আসবে বলেই জানা গিয়েছে। চলতি মাসের শেষের দিকেই কারাবাসের মেয়াদ শেষে জেল থেকে ছাড়া পেতে পারেন সঞ্জয়। ১৯৯৩-এর মুম্বাই ধারাবাহিক বিস্ফোরণের মামলায় দোষী সঞ্জয় বর্তমানে ইয়েরওয়াড়া জেলে রয়েছেন।

সেজাল শাহ পরিচালিত সিনেমায় রয়েছেন সঞ্জয়ের আত্মীয় নাজিয়া হুসেন এবং প্রখ্যাত চলচ্চিত্রকার ও পি রালহানের নাতি আরমান।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *