





চলচ্চিত্র থেকে বিদায় নিচ্ছেন ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় চিত্রনায়িকা সাহারা। শ্বশুরবাড়ির আপত্তির কারণে






তিনি চলচ্চিত্র থেকে বিদায় নিতে বাধ্য হচ্ছেন বলে জানা গেছে। ফলে আগামীতে এই নায়িকাকে রূপালী






পর্দায় আর দেখা যাবে না। সাভারের ধামরাইয়ের ছেলে মাহবুবুর রহমান মনিরের সঙ্গে গত বছরের ৮ মে






বিবাহবন্ধনে আবদ্ধ হন সাহারা। এরপর তিনি অনেকবারই ফিরতে চেয়েছিলেন চলচ্চিত্রে।
কিন্তু বার বার তাকে বাঁধার সম্মুখীন হতে হয়েছে। এরফলে তিনি চলচ্চিত্রে ফেরার আশাটা একেবারেই ছেড়ে দিয়েছেন। রাজু চৌধুরী পরিচালিত ‘তোকে ভালোবাসতেই হবে’ চলচ্চিত্রে ২০১৪ সালে সাহারাকে সর্বশেষ দেখা গেছে। এরপর তিনি কয়েকটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু ছবির গল্প-চিত্রনাট্য পছন্দ না হওয়া প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। পরে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর মিডিয়াকে পুরোপুরি এড়িয়ে চলতে হয়েছে।
জানা গেছে, সাহারার স্বামী চাইছেন না তিনি আর চলচ্চিত্রে অভিনয় করুক। পরিবারের অন্য সদস্যরাও শুরু থেকেই এ ব্যাপারে দ্বিমত পোষণ করছেন। সব মিলিয়ে সাহারার পক্ষে আবার অভিনয়ে ফেরা আর সম্ভব হচ্ছে না। আজ থেকে প্রায় একযুগ আগে সাহারার চলচ্চিত্রে অভিষেক ঘটে। নৃত্যপরিচালক আজিজ রেজার নাচের স্কুলে একদিন চলচ্চিত্র পরিচালক শাহাদাৎ হোসেন লিটনের সঙ্গে সাহারার পরিচয় হয়। তারই ধারাবাহিকতায় ২০০৪ সালে ‘রুখে দাঁড়াও’ ছবির মাধ্যমে তার মিডিয়ায় অভিষেক ঘটে। এতে তার বিপরীতে শাকিব খান অভিনয় করেছিলেন।