Home / মিডিয়া নিউজ / জেনে নিন সালমান খানের অজানা ১০টি তথ্য

জেনে নিন সালমান খানের অজানা ১০টি তথ্য

ঘটনা বহুল জীবন সালমান খানের। সারা বছরজুড়ে বলিউডের এই ভাইজান যেম থাকেন আলোচনায়

তেমনি তাকে নিয়ে সমালোচনাও কম হয় না। অনেকের কাছেই সালমান খান মানবিক প্রেমি। এরপরও

কারো কারো কাছে তিনি ব্যাড বয়! তবে আর যাই হোক না কেন? বলিউডে কিন্তু সর্বকালের আকর্ষণিয় পুরুষ এই সালমান খানই। আজ তার ৫০ তম জন্মদিন। আসুন সালমান খানের জন্মদিনে জেনে নিই তারা ভালো লাগা মন্দ লাগা অজানা ১০টি তথ্য। ১। আজকাল ই-মেল আইডি ব্যবহার করেন না কে? সে হিসেবে সালমান খানও করবেন, তাই নয় কি? কিন্তু না। সালমান খানের নিজস্ব কোনও ই-মেল আইডি নেই? ই-মেল ব্যাপারটা সালমানের একেবারেই না-পছন্দ। ২। ‘বাজরাঙ্গি ভাইজান’-এর শ্যুটিংয়ে গিয়ে গোটা ইউনিট নিয়ে একটি গ্রাম বাড়ির পর বাড়ি রং করেছিলেন সলমন। ৩। সাবানের প্রতি সালমানের খুব বেশি আকর্ষণ। তার বাথরুম ঠাসা সাবানে। পছন্দ ন্যাচরাল ফ্রুটস এবং ভেজিটেবিল এক্সট্র্যাক্টস যুক্ত সাবান। ৪। সাঁতারু হিসেবে বলিউডের ভাইজান অনন্য। স্কুলে পড়ার সময়ে তো প্রায় জাতীয় স্তরে অংশগ্রহণ করেই ফেলেছিলেন। ৫। ভাইজান কিন্তু চাইনিজ খাবার খেতে বড্ড ভালোবাসেন। খাবারের জন্য মুম্বাইয়ে বাঁধা রেস্তোরাঁও আছে। তবে অন্যত্র ভাল চাইনিজ খাবার পেলে ভাইজানের হাত-মুখ চলে সমানতালে। ৬। যে ‘বাজিগর’ সিনেমাটি শাহরুখের কেরিয়ারের মাইলস্টোন, সেই রোলই কিন্তু আগে গিয়েছিল সালমানের কাছে। কিন্তু নেগেটিভ চরিত্র বলে ‘না’ করে দিয়েছেন সালমান। ৭। সালমানের প্রিয় অভিনেতার তালিকায় প্রথমেই রয়েছেন সিলভেস্টার স্ট্যালোন। আর প্রিয় অভিনেত্রী হেমা মালিনী। ৮। ‘ম্যায়নে পেয়ার কিয়া’-র ঈর্ষনীয় সাফল্যের পরেও বেকার হয়ে গিয়েছিলেন সালমান। ছ’মাসেরও বেশি কোনও কাজের অফার পাননি তিনি। ৯। সালমান খানের পুরো নাম আবদুল রশিদ সেলিম সালমান খান। ‘সল্লু’ নামটি তো মুখে মুখে ঘোরে। কিন্তু ‘সল্লু’ নামটি তার ঘোরতর না-পছন্দ । ১০। সালমানের ‘নায়িকা-সংবাদ’ তো আকর্ষণের কেন্দ্রবিন্দু। কিন্তু সালমান এখনও পর্যন্ত কোনও ছবিতে ঘনিষ্ঠ দৃশ্য করেননি। এমনকী ‘লিপ-লক’-ও নয়।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *