





ইউরোপের বিভিন্ন টিভি চ্যানেলে দেখা যাবে বাংলাদেশের মডেল ও অভিনেত্রী নওশাবাকে। সম্প্রতি তিনি






ইউরোক্রস গ্রুপের তিনটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। এগুলো হচ্ছে, ভেজিটেবল বে অব






বেঙ্গল, অনলাইন গ্রোসারি শপিং এবং বে অব বেঙ্গল ফিশ। জানা গেছে, নতুন বছরের শুরু থেকেই বাংলাদেশের বিভিন্ন চ্যানেলসহ ইউরোপের বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হবে বিজ্ঞাপনগুলো।
বিজ্ঞাপন তিনটি নির্মাণ করেছেন মুন্তাসির বিপন ও হাবিবুল মুনজির। রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউসে বিজ্ঞাপন তিনটির শুটিং সম্পন্ন হয়েছে গত বৃহস্পতিবার। নওশাবা বলেন, ‘একজন শিল্পী হিসেবে আমি খুবই সম্মানিতবোধ করছি যে, আমাকে তিনটি বিজ্ঞাপনেই কাজ করার সুযোগ করে দেয়া হয়েছে।
আমি কৃতজ্ঞ পরিচালকদ্বয়ের কাছে। সত্যি বলতে কি আমি সবসময় সেসব কাজই করতে চাই, যেখানে পারিশ্রমিকটা বড় বিষয় না হয়ে শিল্পীর সম্মানের বিষয়টা বড় করে দেখা হয়। ভালো লাগছে এই ভেবে যে, আমার নতুন তিনটি বিজ্ঞাপন ইউরোপের বিভিন্ন চ্যানেলে প্রচার হবে।