





বিয়েতে সম্মতি জানিয়েছেন ‘ম্যাডাম ফুলি’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সিমলা।






মনের মতো পাত্র পেলে অচিরেই বিয়ের পিঁড়িতে বসতে চান তিনি। সংবাদ মাধ্যমে এমনই খবর জানা গেছে। স্বভাব-চরিত্রের দিক থেকে মনের মানুষটি ঠিক তার মতো হতে হবে। কর্ম ও গুনে দু’দিক থেকেই সবার মন জয় করতে হবে। পছন্দ-অপছন্দসহ বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে শত ভাগ মিল থাকতে হবে। সিমলার মতে, মনের মতো পাত্র হলো বিয়েতে আপত্তি নেই। বাছাইয়ের ক্ষেত্রে বাহ্যিক সৌন্দর্য্যের চেয়ে মনের উদারতাকেই বেশি প্রাধান্য দিতে চান তিনি। জীবনসঙ্গীকে সবসময়ই হাসি-খুশি রাখতে চাই। দু’জনে দু’জনকে গভীরভাবে ভালোবাসব। তাকে যে অভিনেতা কিংবা ব্যবসায়ী হতে হবে এমন কোনো কথা নেই। সিমলা বিশ্বাস করেন, রূপ-লাবণ্য ক্ষণস্থায়ী। সৌন্দর্য্যের বিচার করে ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না। তার স্বামী তাকে বুদ্ধিমত্তা ও গুণাবলী দিয়ে বিচার করবেন। বিয়ের ব্যাপারে তিনি তার পরিবারের কাছে সম্মতি জানিয়েছেন।