Home / মিডিয়া নিউজ / প্রেম কেন ভেঙে যায়? জানালেন সোনাক্ষী

প্রেম কেন ভেঙে যায়? জানালেন সোনাক্ষী

বিনোদন ডেস্ক : এত দিন পর্যন্ত নানা জল্পনা-কল্পনা চলেছে বলিউডে৷ কার সঙ্গে ঠিক প্রেম করছেন

সোনাক্ষী সিনহা? যার নামই উঠুক না কেন, প্রত্যেক বারই দেখা গিয়েছে, শেষ পর্যন্ত ব্যাপারটা আর

জমছে না৷ দিন কয়েক ঘোরাঘুরির পরে আবার যে-কে সেই সিঙ্গল স্ট্যাটাসে ফিরে যাচ্ছেন নায়িকা৷ ব্যাপারটা কী? সোনাক্ষীর জীবনে কি প্রেম টেকে না? উত্তরটা সম্প্রতি দিয়েছেন নায়িকা নিজেই৷ একেবারে সরাসরি না হলেও জানিয়ে দিয়েছেন, কেন কোনও পুরুষকেই শেষ পর্যন্ত মন দিয়ে উঠতে পারেন না তিনি৷ ছেলেদের মধ্যে একটা জিনিস আসলে ভীষণই অপছন্দ করেন সোনা৷ লোকদেখানো ভাব৷ যে পুরুষ নিজেকে অকারণে মহান মনে করে, কথায় কথায় নিজেকে প্রমাণ করার চেষ্টা করে, সোনা তাঁদের দু চক্ষে দেখতে পারেন না! শো-অফ করেন, এমন মানুষদের আমি একদম নিতে পারি না৷ ব্যাপারটা আমার খুব বিরক্ত লাগে৷ এরকম দু-এক জনের সঙ্গে আমি মিশে দেখেছি৷ কিন্তু পোষায়নি৷ শেষ পর্যন্ত একগাদা খারাপ অভিজ্ঞতা নিয়ে ফিরতে হয়েছে, কবুল করেছেন সোনা৷ স্বাভাবিক! অভিজ্ঞতা খারাপ হলে যে কেউই একা থাকাই পছন্দ করবেন! ২০ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *