Home / মিডিয়া নিউজ / অভিনেতার একি হাল!

অভিনেতার একি হাল!

মাথার চুলে কাদা, মুখমণ্ডলে এক ইঞ্চি জায়গাও নেই যেখানে কাদা মাখানো হয়নি; শুধু দুটো চোখ ও নাকের ছিদ্র ছাড়া।

পরনের জামা-কাপড়েও কাদা মাখানো। অভিনেত্রী ফারিয়া শাহরিন তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন, তাতে এমন দৃশ্য দেখা যায়।

কিন্তু ছবির ব্যক্তিটি কে—এমন প্রশ্ন অনেকের। অবশ্য প্রিয় অভিনেতাকে চিনে নিতে বেশি সময় লাগেনি নেটিজেনদের।

তাদের ভাষায়—‘বস মোশাররফ করিম।’ আর এই রূপে ক্যামেরাবন্দি হয়েছেন আলোচিত নাটক ‘যজম ১৫’র চরিত্রের প্রয়োজনে। ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত হচ্ছে নাটকটির নতুন সিক্যুয়েল। আর এই সিক্যুয়েলে নতুন করে যুক্ত হয়েছেন ফারিয়া শাহরিন।

এবারো নাটকটিতে তিনটি চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। বরাবরের মতো কদু, নেক্কা ও এক্কা চরিত্রে দেখা যাবে তাকে। এছাড়াও অভিনয় করছেন উয়ালিউল হক রুমি, ফারুক আহমেদ, মীরা, শরাফ আহমেদ জীবন, খালিদ, মামুন প্রমুখ।

আগের সিক্যুয়েলের মতো ‘যমজ ১৫’ নাটকটিও রচনা করেছেন নির্মাতা-অভিনেতা কচি খন্দকার। নাটকটি পরিচালনা করছেন আজাদ কালাম।

চলতি মাসে নাটকটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। ঈদুল ফিতরে আরটিভিতে প্রচার হবে এটি। এরপর ইউটিউবেও মুক্তি পাবে নাটকটি।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *