





বাংলাদেশেও করোনাভাইরাসের ভয়াবহতার প্রভাব পড়েছে। এরই মধ্যে জনসমাগম এড়িয়ে চলার






পরামর্শ দিয়েছে সরকার। করোনা মোকাবেলায় দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ অনেক অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ অবস্থায় সমাজের স্বল্প আয়ের মানুষদের পাশে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর।
তিনি বলেন, ‘করোনার কারণে ঢাকা এখন ফাঁকা হয়ে গেছে। খেটে খাওয়া মানুষগুলো বিপাকে পড়েছে। যারা দিন আনে দিন খায় তাদের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। তাদের পাশে দাঁড়ানো খুব দরকার। তা না হলে করোনায় নয়, ক্ষুধায় মরতে হবে দিন মজুর, নিম্ন আয়ের মানুষদের। যদিও সরকার এরই মধ্যে বেশকিছু পদক্ষেপ নিয়েছেন। তবু এর পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।’