





খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তার তুঙ্গে উঠেছিলেন অনিকা কবির শখ। কিন্তু হঠাৎ






করেই যেন শখের সব কিছু উলট পালট হয়ে গেলো। দীর্ঘদিন ধরেই কোনো খবরে নেই তিনি।






সর্বশেষ তিনি ‘ডি ২০’ নামের একটি ধারাবাহিক নাটকে শুটিং করেছেন। এরপর আর দেখা যায়নি






নতুন কোনো কাজে প্রায় এক বছর হতে চললো। দিনে দিনে নিজেকে যেন আড়াল নিয়ে যাচ্ছেন তিনি। শোবিজের মানুষদের সাথেও যোগাযোগ কমিয়ে দিয়েছেন।
চলছে ঈদের কাজের ব্যস্ততা। সারা বছর ধরে কাজে থাকেন না এমন অনেক অভিনয়শিল্পীরাও ঈদ উপলক্ষে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন। কিন্তু শখের নতুন কোনো কাজের খবর এখনো আসেনি।
তবে শোবিজ থেকে বিদায় নিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী?
তার ব্যবহার করা ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। অন্য আরেকটি নম্বরে বেশ কয়েকবার রিং শোনার পর সেটি রিসিভ করেন শখের মা শাহিদা কবির।
তিনি বলেন, ভালোই আছেন শখ। তবে তার মেয়ে শোবিজের কাজে ফিরবেন কী সে বিষয়ে কিছু বলতে পারলেন না।
তিনি বলেন, ‘শোবিজ ছেড়ে দেয়ার কোনো কারণ তো নেই। আসলে আমি অনেকদিন ধরেই অসুস্থ ছিলাম। আমার দেখাশোনা শখকেই করতে হয়েছে। খুব একটা বাইরে যাওয়ার সুযোগ হয়নি ওর। সেজন্যই দীর্ঘদিন শোবিজে বিরতি পড়ে গেছে। হয়তো দ্রুতই আবার অভিনয়ে ফিরবে। সেটা অবশ্য শখই ভালো বলতে পারবে। তার সঙ্গে যোগাযোগ করুন।’