





প্রকাশিত হয়েছে ন্যান্সিকন্যা মার্জিয়া বুশরা রোদেলার ‘প্রজাপ্রতি প্রজাপতি’ গানটি। বৃহস্পতিবার রাতে






রোদেলার নিজের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে গানটি। কাজী নজরুলের জনপ্রিয় এ






গানটি নতুন রিমেকে সংগীতায়োজন করেছেন মীর মাসুম। গত ২৩ ফেব্রুয়ারি গানটি রেকডিং করে রোদেলা।






এ সময় উপস্থিত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি। তিনি নিজেও এ গানে হামিং দেন। গান প্রকাশিত হওয়ার পর ন্যান্সি বলেন, আমার বড় মেয়ে রোদেলা নজরুলের একটি গান করেছে। গানটি নতুনভাবে সংগীতায়োজন হয়েছে। দর্শকরা নতুনভাবে আবারও গানটি শুনতে পাবে।
তিনি বলেন, আমাদের দেশে শিশুদের উপযোগী গানের অভাব। শিশুদের কথা মাথায় রেখেই গানটি করা হয়েছে। আশা করি গানটি সবার ভালো লাগবে। শিশুদের উপযোগী রোদেলার আরও বেশ কিছু গানের কাজ চলছে জানিয়ে ন্যান্সি বলেন, রোদেলার এখন ১১ বছর বয়স। তার কণ্ঠ খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাবে। এর আগেই আরও ভালো কিছু গান করতে চাই। রোদেলার নিয়মিত গানের আপডেট পেতে তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য দর্শকদের অনুরোধ জানান ন্যান্সি।