





‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’ এমন নামে ছবি বানাচ্ছেন পরিচালক শাহিন সুমন।






আজ সন্ধ্যায় মহরত হবে ছবিটির। এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন শবনম বুবলী। শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে একজন নতুন মুখ। নাম সুচিস্মিতা মৃদুলা। তিনিই হচ্ছেন শাকিব খানের নায়িকা।
মৃদুলাও এ বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি জানান, শাকিব ভাইয়ের বিপরীতে অভিনয় করছি। এটা আমার জন্য অনেক আনন্দের। সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালোভাবে কাজটি করতে পারি।
ছবিটির প্রযোজনা করবে শাপলা মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান জানান, একটি প্রেম দরকার মাননীয় সরকার ছবিটিতে দুই নায়িকার একজন নবাগত মৃদুলা এটা নিশ্চিত।
এছাড়াও শাকিব খানের বিপরীতে একক নায়িকা হিসেবেও একটি ছবিতে অভিনয় করারও কথা হচ্ছে তার।
একটা প্রেম দরকার মাননীয় সরকার। সংলাপ ও চিত্রনাট্য করছেন দেলয়ার হোসেন দিল। শাপলা মিডিয়া প্রযোজিত ছবিটির নাম এরই মধ্যে নিবন্ধন করা হয়েছে। রোমান্টিক, অ্যাকশনের পাশাপাশি রয়েছে হাস্যরসও। শতভাগ মসলাদার হবে এই ছবিটি।