Home / মিডিয়া নিউজ / আরও ২০ বছর অভিনয়ে কারিনা

আরও ২০ বছর অভিনয়ে কারিনা

বলিউডের জনপ্রিয় নায়িকাদের একজন কারিনা কাপুর খান। মা হওয়ার জন্য অভিনয় থেকে সাময়িক

বিরতি নিয়েছিলেন তিনি। কিন্তু ছেলে তৈমুর একটু বড় হতে না হতেই শরীরের মেদ ঝরিয়ে আবারও

স্বমহিমায় ফিরতে প্রস্তুতি নিয়ে ফেলেছেন নবাব পরিবারের পুত্রবধূ। শুধু প্রস্তুতিই নয়, ইতিমধ্যে নিজের সম্পর্কে বেশ প্রচারেও নেমে পড়েছেন নায়িকা।

সম্প্রতি এক ফ্যাশন শো-তে গিয়ে কারিনা জানান, ’১৮ বছর আগে অর্থাৎ ২০০০ সালে ‘রিফিউজি’ ছবির মাধ্যমে আমি বলিউডে ক্যারিয়ার শুরু করেছিলাম। সেই শুরু। মাঝে তৈমুর হওয়াতে একটু ব্রেক। আবার শুরু করে দিয়েছি। আশা করি, আগামী দুই দশক অভিনয় চালিয়ে যেতে পারব।’

২০০০ সালে ‘রিফিউজি’ ছবিতে অভিষেক বচ্চনের নায়িকা হয়ে বলিউডে যাত্রা শুরু করেছিলেন কারিনা। ১৮ বছরের ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন বেশ কিছু হিট ছবি। তার মধ্যে জব উই মেট, কাভি খুশি কাভি গাম, তালাশ, যুবা, ওমকারা, উড়তা পাঞ্জাব ছবিগুলো সমালোচক মহলে দারুণ প্রশংসা কুড়িয়েছিল।

সেই প্রশংসা ও সম্মান ফিরে পেতে আবারও মন দিয়ে কাজ শুরু করেছেন কারিনা। যেটা ফুটে উঠেছে তার মুক্তি প্রতিক্ষীত ‘ভীরে দি ওয়েডিং’ ছবিতে। কারিনার কথায়, ‘এটা একেবারেই একটা ভিন্ন স্বাদের ছবি। খুবই মজার। ছবিতে নায়কের চেয়ে নায়িকার সংখ্যাই বেশি। চার বান্ধবীর গল্প। পুরো ছবিতে তাদের নানা কাণ্ড ঘিরে চলবে নানা মজা। গতানুগতিক গল্প থেকে বেরিয়ে ভালো লাগার মতো একটা ছবি।’

আগামী ১ জুন ‘ভীরে দি ওয়েডিং’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটিতে কারিনা ছাড়াও রয়েছেন সোনম কাপুর, স্বরা ভাস্কর ও শিখা তালসানিয়া। এই চার বান্ধবীর গল্প নিয়েই নির্মিত হয়েছে শশাঙ্ক ঘোষ পরিচালিত ‘ভীরে দি ওয়েডিং’। দেখা যাক, ব্রেকের পর ফিরে এসে কেমন করেন নবাবপত্নী কারিনা।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *