Home / মিডিয়া নিউজ / ‘ক্রিকেটার অথবা ব্যবসায়ী বিয়ে করব না

‘ক্রিকেটার অথবা ব্যবসায়ী বিয়ে করব না

বলিউড অভিনেত্রীদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের বিয়ে নতুন কিছু নয়। সর্বশেষ এ তালিকায় যুক্ত

হয়েছেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। আবার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কোনো এক ব্যবসায়ীর

সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রীরা। তবে এই দুই পেশার কাউকে জীবনসঙ্গী করবেন না অভিনেত্রী তাপসী পান্নু।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ প্রসঙ্গে তাপসী বলেন, ‘আমি ব্যক্তিগত ব্যাপারগুলো গোপন করি কিংবা সবার কাছ থেকে লুকাতে চাই তা কিন্তু নয়। আমি কোনো ক্রিকেটার, অভিনেতা, পরিচালক, প্রযোজক অথবা ভারতের কোনো ব্যবসায়ীর সঙ্গে প্রেম করছি না। আমার বিয়ে নিয়ে কোনো হাঙ্গামা হবে না।

এখন বিয়ের মৌসুম চলছে। আমার মনে হয়, আমি যখন বিয়ে করব তখন তা নিয়ে মিডিয়ার কোনো মাতামাতি থাকবে না। আমার বিয়ে যখনই হোক কোনো ক্রিকেটার অথবা ব্যবসায়ীর সঙ্গে হবে না।’

ভারতের দক্ষিণী সিনেমায় অভিনয় করে বিশেষ পরিচিত পান এ অভিনেত্রী। বলিউডের ‘পিংক’ সিনেমায় তার অভিনয় দর্শক সমালোচকদের প্রশংসা পায়। অনেকদিন থেকেই শোনা যাচ্ছে, অলিম্পিকে রুপাজয়ী ড্যানিশ ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বো’র সঙ্গে প্রেম করছেন তাপসী। তবে ব্যক্তিগত ব্যাপারের চেয়ে কাজের কারণেই খবরে থাকতে চান এ অভিনেত্রী।

তিনি বলেন, ‘ব্যক্তিগত বিষয় নিয়ে মাতামাতি না করাটাই আমি পছন্দ করব। সিনেমা বা ক্যারিয়ারের মতো আমার ব্যক্তিগত জীবন মজার নয়। প্রেমের সম্পর্কের বিষয়ে আমি কথা বলি না কারণ একবার বললে আমাকে নিয়ে যত খবর হবে তার প্রত্যেকটির শিরোনামেই তা জড়িত থাকবে।’

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *