





ক্যাটরিনা কাইফ দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, তার বোনেদেরও সিনেমায় নামাতে। তা বলিউডে এখনই






সুযোগ না পেলেও শো বিজের ঈশ্বর ক্যাটরিনার বোন ইসাবেলের দিকে কিছুটা হলেও মুখ তুলে চাইলেন। ল্যাকমের মত জনপ্রিয় ব্র্যান্ডের বিজ্ঞাপনে এবার দেখা যাবে তাকে। ভারতে ল্যাকমের বিজ্ঞাপন দেন ক্যাটরিনা নিজে। রয়েছেন কারিনা কাপুর, শ্রদ্ধা কাপুর। এবার ইসাবেলকেও দেখা যাবে তাদের সঙ্গে।
বোনেদের সিনেমায় সুযোগ পাইয়ে দেওয়ার জন্য ক্যাটরিনা সালমান খানকেও ধরেন। ভাইজান অবশ্য তড়িঘড়ি সোশ্যাল মিডিয়ায় ইসাবেলকে অভিনন্দন জানিয়েছেন। ইসাবেল এর আগে ২০১৪-য় বলিউডে নামার চেষ্টা করেন। তখন সুবিধে করতে পারেননি।