





জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষের মৃত্যু নিয়ে একাধিক অনলাইন সংবাদ মাধ্যমে ‘বিভ্রান্তিমূলক’ খবর প্রচার করায় বেশ চটেছেন তিনি।






আজ সোমবার সকালে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এমন সাংবাদিকতার সমালোচনা করেছেন এই অভিনেত্রী।






‘জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ নিহত!!’ এই শিরোনামে একটি অনলাইন পত্রিকার নিউজ ফেসবুকে শেয়ার দিয়ে অপর্ণা ওই স্ট্যাটাসটি দেন।
তিনি সেখানে উল্লেখ করেন, ‘জনৈক সাংবাদিক, সম্পাদক! আপনাদের কাছ থেকে একটি সংবাদ আশা করছি…শিরোনামঃ “কি কি অযোগ্যতা থাকলে হাতুড়ে সাংবাদিক হওয়া যায়?” আমি শুটিং এ মালেয়শিয়াতে আছি। আর আপনাদের এই অযোগ্য সাংবাদিকতার কারণে আমার পরিবার থেকে পরিচিতজনসহ সবাই যে কি পরিমাণ দুশ্চিন্তার মধ্য দিয়ে গেছে, তা নিশ্চয়ই আপনাদের ১৪০০ গ্রামের মস্তিষ্ক দিয়ে বিবেচনা করা সম্ভব হবে না।’
স্ট্যাটাসে তিনি আরো বলেন, ‘পুনশ্চঃ সাংবাদিকতা আর মলম বিক্রি একসাথে গুলিয়ে ফেলবেন না।’
একাধিক অনলাইন পত্রিকায় প্রকাশিত নিউজের শিরোনামগুলো দেখলে সবাই মনে করতে পারেন, অপর্ণা ঘোষ মারা গেছেন। কিন্তু নিউজের ভেতরে উল্লেখ করা হয়েছে, ‘পরিকল্পিত এই মৃত্যুর দৃশ্যটি নিপুণভাবে ধারণ করা হয় মেধাদীপ্ত নবীন নির্মাতা সেলিম রেজা রচিত ও পরিচালিত নীল কাদা আবরণ নাটকে।’