





রাজকুমার হিরানির সিনেমা ’সঞ্জু’-তে সঞ্জয় দত্তের মা হয়েছেন মনীষা কৈরালা। রণবীর কাপুর






যেমন প্রতি পদে সঞ্জয় দত্তের চরিত্রকে স্ক্রিনে ফুটিয়ে তুলেছেন, তেমনি নার্গিস দত্তের চরিত্রে অনবদ্য মনীষা।






’সঞ্জু’ মুক্তি পাওয়ার আগে সম্প্রতি একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হন মনীষা কৈরালা। সেখানে তিনি বলেন, ছোটবেলা থেকেই নাকি সঞ্জয় দত্তকে ভালো লাগত তাঁর। ওই সময় থেকেই সঞ্জয় দত্তের ছবি দেখে তাঁর খুব ভালো লাগত বলেও জানান মনীষা। এরপর যখন সঞ্জয়ের সঙ্গে প্রথম অভিনয় করেন, তখন তাঁর সেই ভালো লাগার কথাগুলো সঞ্জয়কে জানিয়েছিলেন মনীষা।
সহ অভিনেত্রীর কথা শুনে তখন অবাক হননি সঞ্জয়, উল্টো তাঁকে করে বসেন তিনি। সঞ্জয় জিজ্ঞাসা করেন, মনীষা কেন এখন আর তাঁর ভক্ত নেই? উত্তরে মনীষা জানান, ’এখন তুমি আমার সহ অভিনেতা, তাই ওই ধরনের আর কোনো টান নেই।’ মনীষার ওই উত্তর শুনে হাসলেন ’মুন্নাভাই’।
মনীষা আরও বলেন, সঞ্জয় একজন অত্যন্ত ভালো মানুষ। কারো কোনো বিপদের কথা শুনলে, সঞ্জয় দত্ত সঙ্গে সঙ্গে এগিয়ে আসতেন বলেও জানান বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা।