Home / মিডিয়া নিউজ / আবারও বিয়ে করেছেন হৃদয় খান

আবারও বিয়ে করেছেন হৃদয় খান

শোবিজে চারপাশে ভাসছে খবর- আবারও বিয়ে করেছেন কণ্ঠশিল্পী হৃদয় খান? বলা হচ্ছে চুপিসারে

এই বিয়ে সম্পন্ন হয়েছে। গত ৯ সেপ্টেম্বর শনিবার হয়েছে গায়ে হলুদ অনুষ্ঠান এবং ১০ সেপ্টেম্বর আনুষ্ঠানিক বিবাহ পর্ব সম্পন্ন হয়।

বিষয়টি হৃদয় খান মিডিয়াকে না জানালেও কিন্তু মুখে মুখে রটে গেছে হৃদয় খানের বিয়ের খবর। পাওয়া গেছে লাল শাড়ি পরা নতুন কনের সঙ্গে তার বিয়ের ছবিও। বলা হচ্ছে কনের নাম হুমায়রা। তিনি থাকেন মালয়েশিয়ায়।

বিয়ের ব্যাপারে নিশ্চিত হতে থেকে যোগাযোগ করা হলে হৃদয় খান ফোন ধরেননি।

এমনকি হৃদয় খানের বাবা সংগীত পরিচালক রিপন খানও বড় ছেলের বিয়ের প্রসঙ্গে মুখ খোলেননি। তিনি মিটিংয়ে আছেন দাবি করে ফোন কেটে দেন। হৃদয়ের ভাই প্রত্যয় ‘হ্যাঁ’ ‘না’ কোনো মন্তব্য করতে চাননি।

হৃদয় খানও গণমাধ্যমে বলে আসছিলেন, ‘বিয়ের জন্য পরিবার থেকে মেয়ে দেখা হচ্ছে। পরিবারের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। ’ তাই এই ছবিকে কেন্দ্র করে জোরালো হচ্ছে তার বিয়ের খবরের সত্যতা।

এটি হৃদয় খানের তৃতীয় বিয়ে। ২০১০ সালের শুরুর দিকে পূর্ণিমা আকতার নামের একজনকে বিয়ে করেছিলেন এই সংগীত তারকা। ছয় মাসের মাথায় সেই সংসার ভেঙে যায়। ২০১৪ সালে ভালোবেসে বিয়ে করেন মডেল সুজানাকে। তার সেই বিয়ে টিকেছিল মাত্র আট মাস।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *