Home / মিডিয়া নিউজ / এবার নিজের গানে ঠোঁট মেলাবেন শাবনূর

এবার নিজের গানে ঠোঁট মেলাবেন শাবনূর

চমক নিয়ে বড়পর্দায় ফিরছেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। শুধু অভিনয় নয়, এবার প্লেব্যাক করবেন

তিনি। আর নিজের গাওয়া গানটির সঙ্গে পর্দায় ঠোঁটও মেলাবেন শাবনূর।

কিছুদিন ধরেই কাজে ফেরার অাভাস দিচ্ছিলেন নব্বইয়ের দশকের হার্টথ্রব নায়িকা শাবনূর। সম্প্রতি ওজনও কমিয়েছেন এক সন্তানের এই জননী।

এবার জানালেন ‘এতো প্রেম এতো মায়া’ ছবিতে অভিনয়ের পাশাপাশি গাইবেন এর শিরোনাম গানটি। শাবনূরের জন্য গানটি তৈরি করেছেন কলকাতার শ্রী প্রীতম, লিখেছেন সুদীপ কুমার দীপ। দীর্ঘ বিরতির পর শাবনূর চলচ্চিত্রে ফিরছেন, এটি নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের অবদান বলে জানিয়েছেন এই অভিনেত্রী। এমনকি গানটিও তিনি পরিচালকের অনুরোধে গাইছেন।

মানিক জানান, তার নতুন ছবি ‘এতো প্রেম এতো মায়া’য় শাবনূরের বিপরীতে থাকছেন ফেরদৌস। আরও আছেন সাইমন ও পিয়া বিপাশা। অচিরেই এর দৃশ্যধারণ শুরু হবে।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *