





নব্বই দশকের জনপ্রিয় তারকা জুটি খাজা নাঈম মুরাদ ও সাবরিনা তানিয়া শাবনাজ। বিনোদন জগত






থেকে বহু আগেই অবসর গ্রহণ করেন তারা। বর্তমানে নাঈম ও শাবনাজ সুখি দম্পতি। তাদের দুটি






মেয়েও আছে। একজনের নাম নামিরা নাঈম অপরজনের নাম মাহদিয়াহ নাঈম। পর্দায় তাদের খুব






একটা দেখা না মিললেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাঝে মধ্যেই তাদের দেখা পাওয়া যায়। বিভিন্ন সময় নিজেদের পারিবারিক নানা বিষয়ের ছবি ও ভিডিও প্রকাশ করে নিজেদের সুখি পরিবারের কথা জানান দেন তারা। দুই মেয়েকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া, ঘুরতে যাওয়া, পরিবারের নানা আয়োজনের বিভিন্ন পোস্ট করা ছবিগুলোতে খুঁজে পাওয়া যায় তাদের ভালোবাসাময় সাজানো পারিবারিক সম্পর্ক।
২০১৬ সালে শর্ষে খেতে মেয়ে মাহদিয়াহর সঙ্গে নাইম
দুই মেয়ে নামিরা ও মাহদিয়াহ-এর সঙ্গে তারকা দম্পতি নাঈম-শাবনাজ
মেয়ের সঙ্গে সাইকেল চালাচ্ছেন অভিনেতা নাইম
২০১৬ সালের বড় দিনের এক অনুষ্ঠানে তারকা বাবার সঙ্গে নামিরা ও মাহদিয়াহ
দুই মেয়েকে কোলে নিয়ে ছবি তুলছেন শিল্পী জুটি নাঈম-শাবনাজ
সমুদ্র পাড়ের ছবিটি ফেসবুকে পোস্ট করে সেই ছবির ক্যাপশনে মাহদিয়াহ তার বাবাকে উদ্দেশ্য করে লিখেন \’তুমি সবসময় আমার পাশে\’
শাবনাজের সঙ্গে মেয়ে মাহদিয়াহ