Home / মিডিয়া নিউজ / প্রথম দেখাতেই ওমর সানীকে ফিরিয়ে দিয়েছিলেন মৌসুমী

প্রথম দেখাতেই ওমর সানীকে ফিরিয়ে দিয়েছিলেন মৌসুমী

তারকা জগতের জনপ্রিয় দম্পতি জুটি ওমর সানী ও মৌসুমী। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের বিশেষ

ঈদ আয়োজন কেমিস্ট্রি-তে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছিলেন মৌসুমী-ওমর সানী। এ অনুষ্ঠানেই নিজেদের সম্পর্কের রসায়ন আবিষ্কার করেছেন তারা।

ওমর সানী বলেন, ‘বলিউডের হিন্দি ছবিটি দেখেছিলাম। তাই কেন জানি বাংলাদেশের রিমেক ছবিটি দেখার আগ্রহ হয়নি কখনও। মৌসুমী-ওমর সানী জুটির বয়স ২৪ পেরিয়ে রজতজয়ন্তীতে পা রেখেছে। আর তাদের সংসার ২১ পূর্ণ হয়েছে।

এ দীর্ঘ যাত্রায় টক-ঝাল-মিষ্টি নানা ধরনের অভিজ্ঞতা রয়েছে তাদের। তবে মজার বিষয় হলো, প্রথম দেখাতেই ওমর সানীকে ফিরিয়ে দিয়েছিলেন মৌসুমী। রুমানা মালিক মুনমুনের সঙ্গে দীর্ঘ আড্ডায় এখন পর্যন্ত তাদের সম্পর্কের সব অজানা গল্পগুলো জানিয়েছেন জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী-ওমর সানী।

রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও এসএম হুমায়ূন কবীরের প্রযোজনায় কেমিস্ট্রি প্রচার হবে ঈদের ৪র্থ দিন রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *