





রোজার সময় ছোটবেলায় চুপিচুপি উঠে সেহেরী খেতেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। সম্প্রতি






গণমাধ্যমকে এমনটাই জানালেন তিনি। রিয়াজ বলেন, খুব ছোটবেলায় যখন রোজা রাখতে চাইতাম,
তখন কষ্ট হবে বলে বাবা-মা রোজা রাখতে দিতে চাইতেন না। তারপরও আমি চুপিচুপি উঠে সেহেরি খেতাম। যখন আমার বয়স ১২ বছর তখনই প্রথম রোজা রাখি। সেবার অনেক কষ্ট করে হলেও রোজা রাখতে পেরেছিলাম। পরে ধীরে ধীরে তা অভ্যাসে পরিণত হয়। গতবার শারীরিক অবস্থা ভালো ছিলনা, তাই সবগুলো রোজা রাখতে পারিনি। এবার ইনশাল্লাহ নিয়ত আছে সবগুলো রোজা রাখবো।
রিয়াজ বর্তমানে ঈদের নাটকের শুটিংয়ের পাশাপাশি ‘সাত ভাই চম্পা’ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। সর্বশেষ রিয়াজকে বড়পর্দায় ‘কৃষ্ণপক্ষ’ ছবিতে দেখা গিয়েছিল।