Home / মিডিয়া নিউজ / আমি চাই দর্শকরা আমাকে দেখার অপেক্ষায় থাকুক’ জাকিয়া বারী মম

আমি চাই দর্শকরা আমাকে দেখার অপেক্ষায় থাকুক’ জাকিয়া বারী মম

ছুঁয়ে দিলে মন’ মুক্তির পর জাকিয়া বারি মমর কাছে সবার একটি নিয়মিত প্রশ্ন ছিল পরবর্তী

চলচ্চিত্রের শুটিং শুরু করছেন কবে থেকে? সেই সময়টাও পেরিয়ে গেছে অনেকদিন। বিভিন্ন নাটক

নিয়ে শিরোনামে ছিলেন মম। তিনি বরাবরই জানান, ভালো গল্পের অপেক্ষায় ছিলেন তিনি।

অবশেষে আগামী মাস থেকে নতুন ছবির শুটিং শুরু করছেন তিনি। ‘আলতাবানু’ শিরোনামে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মম। যেখানে আনিসুর রহমান মিলনের বিপরীতে আবারো দেখা যাবে তাকে। এটি মিলনের সাথে তৃতীয় চলচ্চিত্র তার। এর আগে ‘প্রেম করবো তোমার সাথে’ ও ‘স্বপ্নবাড়ি’ ছবিতে তাদের একসাথে দেখেছেন দর্শকরা।

এতদিন পর আবারো চলচ্চিত্র ফেরা প্রসঙ্গে মম বলেন, ‘চলচ্চিত্রে নিয়মিত হওয়ার ইচ্ছে আমার সবসময় রয়েছে। আমি যে অনিয়মিত এখন তা কিন্তু নয়। তবে একটি ভালো গল্পের অপেক্ষায় বিরতিটা বেশি হয়ে যায়। দর্শকরা পকেটের টাকা খরচ করে আমার ছবিটি দেখে যদি হাততালি বা প্রশান্তি নিয়ে হল থেকে না বের হয় তাহলে আমার কৃতিত্ব কোথায়? তাই আমি চাই দর্শকরা আমাকে দেখার অপেক্ষায় থাকুক। আমি যে কাজগুলো এখন করবো সেগুলো ১০-১৫ বছর পরও দর্শকরা দেখবেন। তখনো যেন বলতে পারেন আমার কাজটি ভালো লাগছে। এটি আমার কাছে গুরুত্বপূর্ণ। আশা করি আমার নতুন কাজটিও সবার ভালো লাগবে।’

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *