





বলিউড বাদশার বিপরীতে এটাই তার প্রথম সিনেমা। আর প্রথম সিনেমাতেই নাকি শাহরুখ তাকে নষ্ট করেছেন!






এমন বিস্ফোরক কথা বললেন পাক অভিনেত্রী মাহিরা খান। ভারতীয় একটি গণমাধ্যমে এই খবর প্রকাশ করা হয়েছে।






খবরে আরো জানানো হয়েছে, গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ ও মাহিরা অভিনীত ‘রইস’।
মুক্তির আগেই এসেছিল বহু বাধা। ভারতে শাহরুখ খানের সঙ্গে কোনও প্রচারে অংশ নিতে পারেননি মাহিরা। দুবাইতে একাই করেছেন প্রোমোশন। সম্প্রতি এক সাক্ষাতৎকারে তার শুটিং পর্বের কাহিনি জানিয়েছেন মাহিরা। শেয়ার করেছেন শাহরুখ খানের সঙ্গে তার ম্যাজিক্যাল মোমেন্টের কথাও। মাহিরার কথায়, আমাদের মধ্যে অনেক কথাবার্তা হত।
আমরা প্রচুর মজা করতাম। এমন বুদ্ধিমান কোনো মানুষের সঙ্গে কথা বলাই তো দারুণ ব্যাপার। শুধু ফিল্ম নয়, তার বাইরেও নানা বিষয় নিয়ে কথা হত। আমি সব সময়ই শাহরুখ-এর বড় ভক্ত। শাহরুখের এত প্রশংসা পরেই মাহিরার দাবি, শাহরুখের মধ্যে ম্যাজিক রয়েছে। এ জীবনের মতো ও আমাকে নষ্ট করে দিয়েছে। মাহিরার এই বক্তব্য শুনে বি-টাউনের একটা বড় অংশ অবশ্য মনে করছেন, এ নিছকই মজা করে বলেছেন মাহিরা। তার এই কথার মধ্যে অন্য মানে খোঁজার কোনও মানে নেই।