Home / মিডিয়া নিউজ / নতুন সম্পর্কে জড়িয়েছি, এ বছরই বিয়ে করব: লিজা

নতুন সম্পর্কে জড়িয়েছি, এ বছরই বিয়ে করব: লিজা

সানিয়া সুলতানা লিজা। কণ্ঠশিল্পী ও উপস্থাপক। ভালোবাসা দিবস উপলক্ষে নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে তার গাওয়া গান ‘চাই তোমায়’। নতুন গান ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে-
‘চাই তোমায়’ গানটি ভক্তদের মধ্যে কেমন সাড়া ফেলেছে?
গানটি প্রকাশ হয়েছে বেশিদিন হয়নি। এর মধ্যে যারা গান শুনেছেন, তাদের অনেকে ভালো লাগার কথা জানিয়েছেন। বাণিজ্যিক বিবেচনায় এটি করিনি। গানটির কথা লিখেছেন শিমুল এসবি। আর সুর ও সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। একেবারে নিজের মনের মতো একটি গান করতে চেয়েছি। নাভেদ পারভেজ বরাবরের মতো খুব ভালো সুর ও সংগীত করেছেন। আমার নিজেরও বেশ মনে ধরেছে। গানটি শ্রোতাদের ভালো লাগছে জেনে আমিও প্রেরণা পাচ্ছি।

কোন ভাবনা থেকে নিজের গানের ভিডিওর নির্দেশনা দিয়েছেন…
সব নিজের পরিকল্পনায় হলে কাজটি পরিপূর্ণ হয়। সেই ভাবনা থেকেই গানের মিউজিক ভিডিওর নির্দেশনা দিয়েছি। দেশেই আমার সব গানের মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। ভাবলাম, নতুন গানটি দেশের বাইরে করলে কেমন হয়। সেই ভাবনা থেকে নিউইয়র্কে গানটির চিত্রায়ণ করেছি। প্রতিটি দৃশ্য ক্যামেরাবন্দি করার পর ঠিক আছে কিনা, তা দেখতাম। একজন নির্মাতাকে দৃশ্য ধারণের ক্ষেত্রে কতটা সচেতন থাকতে হয়, ভিডিওটি তৈরি করতে গিয়ে বুঝেছি।

অনেক বছর হলো আপনি উপস্থাপনায় নেই। ফিরবেন না?
উপস্থাপনা নিয়ে একদমই ভাবছি না। একের পর এক অনুষ্ঠান উপস্থাপনা করতে গিয়ে গানের জন্য পর্যাপ্ত সময় দিতে পারছিলাম না। আমি গানের মানুষ। পুরোটা সময় গানের সঙ্গেই থাকতে চাই। অন্য কিছু করতে গিয়ে যদি গানের জন্য সময় বের করতে না পারি, তা করার অর্থ হয় না।

প্রেম, বিয়ে নিয়ে কী ভাবছেন?
সব মানুষই জীবনে কারও না কারও সঙ্গে সম্পর্কে জড়ায়। আমি নতুন সম্পর্কে জড়িয়েছি। এটুকু বলতে পারি, আমাদের বিয়ের সবকিছু রেডি। এ বছরই বিয়ে করব। করোনার প্রাদুর্ভাব কমলে বিয়ের ঘোষণা দিতে পারব। শুধু বলি, সে গানের বাইরের জগতের মানুষ। তবে পরিচয় গান সূত্রেই।

এরই মধ্যে নতুন কোন গান করেছেন?
স্বাধীনতা দিবস সামনে রেখে ‘যেন কবিতার মতো স্বাধীনতা’ শিরোনামে সুমন কল্যাণের সংগীতায়োজনে নতুন গান করেছি। খুব শিগগির আমার চ্যানেল থেকে গানটি প্রকাশ পাবে।

Check Also

নাইট ড্রেসে ডিনার ডেটে জাহ্নবী, ট্রোলড শ্রীদেবী-কন্যা

বলিউডে পা রাখার আগে থেকেই শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর নিজের স্টাইল স্টেটমেন্ট দিয়ে মাথা ঘুরিয়ে দেয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *