Home / মিডিয়া নিউজ / এশিয়ার নারীদের কাছে ‘কাঙ্খিত পুরুষ’ যারা!

এশিয়ার নারীদের কাছে ‘কাঙ্খিত পুরুষ’ যারা!

রাজপুত্রের রাজকীয় সম্মান’, সম্মানই বটে। এশিয়ার নারীদের কাছে কাঙ্খিত পুরুষের তালিকায় এ

বাজারে খানেরা যতই হিট থাকুন না কেন, ‘কেল্লা ফতেহ’ কিন্তু করেছিলেন হৃত্বিক রোশনই। এশিয়ার

কাঙ্খিত পুরুষদের তালিকায় শীর্ষস্থান হাসিল করেছিলন ২০১৪ সালে। ২০১৫ সালে একধাপ নামলেন। সিনেপ্রেমীরা গ্রীক দেবতা আর হৃত্বিককে বরাবরই একই সারিতে রেখে এসেছেন। এবার এই দেবতুল্য নায়ককে টপকে যিনি এক নম্বর হলেন, তিনি জায়ন মালিক। পেশায় গায়ক বর্তমানে মার্কিন অধিবাসী। মিউজিক গ্রুপ ওয়ান ডিরেকশনে রয়েছেন ২০১০ থেকেই। তিনিই হলেন এশিয়ার ‘সেক্সিয়েস্ট’ পুরুষ। ২২ বছরের এই পাকিস্তানি তারকা বিগত বছরে ছিলেন ৯ নম্বরে। এক বছরেই একে বারে এক নম্বর। অবাক করার মত হলেও এটাই সত্যি। ভোটের পরিসংখ্যানে এই যুবক শুধু হৃত্বিকই নন, পিছনে ফেলেছেন সালমান খান, শাহরুখ খান, শাহিদ কাপুরদের। ৫০ জনের তালিকায়, প্রথম দশে রয়েছেন ৪ জন ভারতীয়। ৬ নম্বরে সালমান খান, সপ্তম স্থানাধিকারী শাহিদ কাপুর, অষ্টম স্থানে দিলওয়ালে কিং খান, নম্বর নয়ে গুরমিত চৌধুরী। উল্লেখ্য এই ৫০-এর তালিকায় শাহরুখ সবথেকে ‘প্রাচীন’ প্রতিনিধি। আর এটা বলতেই হচ্ছে, তালিকার ৫০-এ একমাত্র ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে রয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক। নামটা বিরাট কোহলি।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *