Home / মিডিয়া নিউজ / ‘বিছানায় সক্ষম’ বলায় সুমনকে কড়া জবাব দিলেন তসলিমা নাসরিন

‘বিছানায় সক্ষম’ বলায় সুমনকে কড়া জবাব দিলেন তসলিমা নাসরিন

৭৫ বছরে পা দিলেন গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী কবির সুমন। জীবনের বিশেষ দিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসতে থাকেন তিনি। কিন্তু হঠাৎই সংবাদমাধ্যমে তার এক সাক্ষাৎকার নিয়ে এদিন গায়ককে একহাত নিলেন লেখিকা তসলিমা নাসরিন।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদন বলছে, কবির সুমন এক সাক্ষাৎকারে যৌনতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। সেখানে জানান, এই বয়সেও বিছানায় চূড়ান্ত সক্ষম তিনি। সেই সাক্ষাৎকারটি পড়ার পরই তাকে ‘হিপোক্রিট’ বলে কটাক্ষ করলেন তসলিমা।

বৃহস্পতিবার (১৭ মার্চ) কবির সুমনকে কটাক্ষ করে ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে একটি পোস্ট দেন তসলিমা। সেখানে মনে জমে থাকা গায়কের প্রতি জমানো নানা ক্ষোভ তুলে ধরেন। একই সঙ্গে তার গান নিয়েও প্রশ্ন তুলেন লেখিকা।

তসলিমা লেখেন, ‘এই সুমনকে আমি মুসলমান সুমন বলি না। এই সুমনকে আমি হিপোক্রিট সুমন বলি। আমি বিশ্বাস করি না এই সুমন আল্লাহ-রাসুল, নামাজ-রোজায় বিশ্বাস করেন। এই সুমন স্বার্থের জন্য যা ইচ্ছা তাই করতে পারেন। যদি দেখেন আঘোরি বা নাঙ্গা সন্ন্যাসী সাজলে কিছু ফায়দা হবে, বা লোককে বোকা বানিয়ে মজা লোটা যাবে, তিনি তাই করবেন।’

‘আমি বুঝি না, সাংবাদিকরা যখন তার ইন্টারভিউ নেয়, কেন সাবিনা ইয়াসমিনের সঙ্গে তার সম্পর্কের কথা কেউই জিজ্ঞেস করে না। বিছানায় তিনি ৭৫ বছর বয়সেও সক্ষম, এই কথা কেন শোনাচ্ছেন? পুরুষদের বোকা বানানোর জন্য নাকি নারীদের? মানুষটার আদর্শ বলে কোনোকালে কিছু কি ছিল? আমার সন্দেহ হয়। একসময় নাকি বামপন্থী ছিলেন। বামপন্থী যদি সত্যি হতেন, এত সহজে তৃণমূলী হতেন না।’

তিনি আরও লেখেন, ‘তার নাকি গাড়ি নেই। অনেকে এমন কথা বলে প্রমাণ করতে চান তারা খুব সৎ মানুষ। অনেক অসৎ লোকের কিন্তু গাড়ি থাকে না, আবার অনেক সৎ লোকেরও গাড়ি থাকে। গাড়ি না থাকা সততার কোনো প্রমাণ হয়? আমার আজ মনে হয়, যে অসাধারণ গানগুলো তিনি লিখেছিলেন, গেয়েছিলেন, সেই গানের কথাগুলো তিনি তখনও বিশ্বাস করতেন না, এখনো বিশ্বাস করেন না। গানের ক্ষেত্রে যেমন তার প্রতিভার তুলনা হয় না, ভণ্ডামির ক্ষেত্রেও তার প্রতিভার তুলনা হয় না।’

সবশেষ তসলিমা লেখেন, ‘পুনশ্চঃ মনে আছে, ২০০৭ সালে তিনি আমার বিরুদ্ধে তাণ্ডব করা কলকাতার ফতোয়াবাজ জিহাদিদের পক্ষ নিয়েছিলেন?’

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *