Home / মিডিয়া নিউজ / অবশেষে মুখ খুললেন সেই আরাভ খান

অবশেষে মুখ খুললেন সেই আরাভ খান

বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানসহ তরুণ প্রজন্মের কয়েকজন তারকাদের নিয়ে দুবাইয়ে আরাভ জুয়েলার্স উদ্বোধনের বিষয়টি প্রকাশ্যে আসার পর আলোচনায় উঠে আসেন জুয়েলার্স দোকানের কর্ণধার আরাভ খান ওরফে রবিউল ইসলাম।

জানা যায়, ২০১৮ সালে রাজধানীর বনানীতে একটি ফ্ল্যাটে পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তা মামুন ইমরান খান খুনের মামলার আসামি তিনি। এ কারণেই তাকে নিয়ে যত আলোচনা। তবে পুলিশের এ সদস্যকে খুনের সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছেন আরাভ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ১২টা ২২ মিনিটে ফেসবুক লাইভে এসে এ দাবি করেন তিনি। আরাভ বলেন, খুনের সঙ্গে জড়িত না আমি। ওই দিন আমি ছিলাম না। মামলায় আমার বিরুদ্ধে গুমের অভিযোগ তোলা হয়েছে।

তিনি বলেন, ২০১৮ সালে বনানীতে অফিস ছিল অমার। আপন বিল্ডার্স নামে রিয়েল এস্টেটের ব্যবসা ছিল। ঘটনার দিন বাসায় ভাত খাচ্ছিলাম আমি। আমার সহকারী ফোনে অফিসে খুনের বিষয়টি জানায়। যিনি খুন হয়েছেন তিনি একজন পুলিশ কর্মকর্তা। সেটি একটি দুর্ঘটনা ছিল। আর আমার অপরাধ ছিল আমি ওই অফিসের মালিক। সেখানে একটি জন্মদিনের অনুষ্ঠান ছিল। কথা কাটাকাটির একপর্যায়ে ওই খুনের ঘটনা ঘটে।

আরাভ আরও দাবি করেন, আমার আমেরিকান গ্রিন কার্ড ও কানাডিয়ান পাসপোর্ট রয়েছে। কই, আমি তো চলে যাইনি। আমাকে অনেকে চলে যেতে বলেছিলেন। আমি খুনের ঘটনায় জড়িত না। জড়িত থাকলে পালিয়ে যেতাম। খুন হয়েছে আমার অফিসে। এ জন্য বিচার হলে মাথা পেতে নেব আমি।

তিনি বলেন, এত কিছুর পরও গতকালের অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন হয়েছে।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *