Home / মিডিয়া নিউজ / দুবাইয়ে দোকান উদ্বোধন অনুষ্ঠানে সাকিব-হিরো আলম

দুবাইয়ে দোকান উদ্বোধন অনুষ্ঠানে সাকিব-হিরো আলম

এবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের নিউ গোল্ড সুকেতে আরাভ জুয়েলার্সের একটি দোকান উদ্ভোধন করতে সাকিব আল হাসান এবং হিরো আলমসহ একঝাঁক তারকা এ মুহূর্তে দুবাইয়ে অবস্থান করছেন। দোকানটি আজই বুধবার উদ্ভোধন হতে যাচ্ছে। আজ বুধবার ১৫ মার্চ এ দোকান উদ্ভোধন করা হবে বলে আগেই জানানো হয়েছে।

গতকাল টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেই দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়েন সাকিব আল হাসান। ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর সাকিবের দুবাই যাওয়ার কারণ নিয়ে শুরু হয় নানা আলোচনা। সবার মনেই একটা প্রশ্নই জাগতে শুরু করে, কেন হঠাৎ করে দুবাই গেলেন তিনি!

পরে জানা যায়, তিনি ‘আরাভ জুয়েলার্স’ নামের একটি দোকান উদ্বোধন করতে সেখানে গেছেন। এদিকে, ১০ মার্চ ফেসবুকে হিরো আলম দুবাইয়ে একই স্বর্ণের দোকান উদ্বোধন করতে যাওয়ার কথা জানান। সে অনুযায়ী এখন দুবাইয়ে রয়েছেন হিরো আলম।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *