কিল হিম’ সিনেমার গানের দৃশ্যধারণের জন্য ভারতের কাশ্মীরে উড়াল দেবেন অনন্ত জলিল ও বর্ষা জুটি। সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
অনন্ত জলিল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কিল হিম’ সিনেমার পরিচালক গানের লোকেশন দেখতে ভারতে গেছেন। আমিও এখন দেশের বাইরে আছি। দেশে ফিরে চলতি মাসের শেষদিকে ভারতের কাশ্মীরে গানের শুটিং হবে।
‘সবমিলিয়ে সেখানে ১০ দিন শুটিং করলে গানের দৃশ্যধারণ হয়ে যাবে,’ বলেন তিনি।
মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘কিল হিম’ সিনেমার বেশিরভাগ অংশের শুটিং শেষ হয়েছে। মার্চ মাসের শুরুতে সিনেমাটির অ্যাকশন দৃশ্যে অংশ নিয়েছেন মার্শাল আর্ট কিং রুবেল।
এই জুটির সর্বশেষ সিনেমা ‘দিন:দ্য ডে’ গত বছর ঈদে মুক্তি পেয়েছিল।
আরও পড়ুন…
এবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের নিউ গোল্ড সুকেতে আরাভ জুয়েলার্সের একটি দোকান উদ্ভোধন করতে সাকিব আল হাসান এবং হিরো আলমসহ একঝাঁক তারকা এ মুহূর্তে দুবাইয়ে অবস্থান করছেন।
দোকানটি আজই বুধবার উদ্ভোধন হতে যাচ্ছে। আজ বুধবার ১৫ মার্চ এ দোকান উদ্ভোধন করা হবে বলে আগেই জানানো হয়েছে।
গতকাল টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেই দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়েন সাকিব আল হাসান।
ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর সাকিবের দুবাই যাওয়ার কারণ নিয়ে শুরু হয় নানা আলোচনা। সবার মনেই একটা প্রশ্নই জাগতে শুরু করে, কেন হঠাৎ করে দুবাই গেলেন তিনি!
পরে জানা যায়, তিনি ‘আরাভ জুয়েলার্স’ নামের একটি দোকান উদ্বোধন করতে সেখানে গেছেন।
এদিকে, ১০ মার্চ ফেসবুকে হিরো আলম দুবাইয়ে একই স্বর্ণের দোকান উদ্বোধন করতে যাওয়ার কথা জানান। সে অনুযায়ী এখন দুবাইয়ে রয়েছেন হিরো আলম।
স্বর্ণের দোকান উদ্বোধনকে কেন্দ্র করে দুবাইয়ের বাংলাদেশি কমিউনিটিতে বেশ আলোচনা শুরু হয়েছে। সাকিব ছাড়াও একঝাঁক তারকা সেই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন।
তাদের মধ্যে রয়েছেন- বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস, গায়ক নোবেল, রুবেল খন্দকার, বেলাল খান, জাহেদ পারভেজ
পাভেল। জুয়েলার্সের উদ্বোধন উপলক্ষে দুবাই যাচ্ছেন বলে তারা ভিডিওবার্তায় জানিয়েছিলেন। এছাড়া বেশ কয়েকজন ক্রিকেটারও সেখানে উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।
আরও পড়ুন….
চঞ্চল চৌধুরীকে দেখেই বুকে জড়িয়ে ধরলেন মাশরাফি বিন মর্তুজা!
অভিনেতা চঞ্চল চৌধুরী ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। দুইজনেই দুই জগতের তারকা। কিন্তু তাদের মধ্যে ভালোবাসাটা কেমন সেটাই জানালেন চঞ্চল চৌধুরী নিজেই।
বিমানবন্দরে চঞ্চল চৌধুরীকে দেখেই জড়িয়ে ধরেছেন ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা।
মাশরাফির এমন ব্যবহারে বেশ আপ্লুত হাওয়া খ্যাত জনপ্রিয় অভিনেতা।
পুরো বিষয়টি নিজের ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করেছেন তিনি।
চঞ্চল চৌধুরীকে দেখেই জড়িয়ে ধরলেন মাশরাফিমাশরাফির সঙ্গে চঞ্চল একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘এইতো সেদিন এয়ারপোর্টে হঠাৎ
দেখা, ভাই আমার বলে জড়িয়ে ধরা…অনেক বেশি আপন করে নেয় এই মানুষটা… এই তো আমাদের ক্যাপটেন ম্যাশ, মাশরাফি বিন মুর্তজা।’
মাশরাফি ও চঞ্চল- নেটিজেনদের পছন্দের দুজন এক ফ্রেমে আর প্রতিক্রিয়া তৈরি হবে না তা তো হয় না।
প্রচুর প্রতিক্রিয়ার পাশাপাশি নেটিজেনরা ভালোবাসার ইমোজি ব্যভার করেছেন। একইসঙ্গে অজস্র মন্তব্যে ভরে গেছে বাক্স।