Home / মিডিয়া নিউজ / বলিউডে যেসব মহা-তারকা এখনও পায়নি জাতীয় পুরস্কার

বলিউডে যেসব মহা-তারকা এখনও পায়নি জাতীয় পুরস্কার

বলিউডে এমন কিছু গুণী অভিনেতা রয়েছেন যাদের অভিনয় এখনও হাজার হৃদয়ে দাগ কেটে আছে।

যারা তরুণ প্রজন্মের কাছে রুলমডেলও। তারা অবশ্য তারাকাখ্যাতি ছাড়িয়ে মহাতারকাতেও পরিণিত

হয়েছিলেন তাদের অভিনয় শৈলী দিয়ে। তারা দেশী বিদেশী অর্জন করেছেন অসংখ্য পুরস্কারও। তবে

তাদের আক্ষেপের যায়গাটি হচ্ছে এরা জাতীয়ভাবে সম্মানিত হননি। অর্থাৎ তাদের ভাগ্যে জুটেনি

জাতীয় চলচ্চিত্র পুরস্কার! এরা কারা? তাহলে আসুন জেনে নিই- শাহরুখ খানঃ তাকে বলা হয় বলিউড বাদশা। যার অভিনয় মুগ্ধ করে লাখো লাখো প্রাণ। তার ছবি মানেই ব্যবসায়ীকভাবে বেশ সফলও। তার তেমন ছবির সংখ্যাও কম নয়। অথচ এই বাদশা এখন পর্যন্ত পাননি জাতীয় চলচ্চিত্র পুরস্কার! আমির খানঃ ভারতের ইতিহাসে আমির খানের সাম্প্রতিক ছবি ‘পিকে’ এক অনন্য উদাহরণ। তার রয়েছে বহুসংখ্যক ব্যবসা সফল ছবি। অথচ এই তারকা এখন পর্যন্ত পর্যন্ত কোনো জাতীয় পুরস্কারে হাত রাখতে পারেননি। রাজেশ খান্নাঃ এই তারকাকে বলিউডে বলা হয় চীর সবুজ তারকা। এছাড়াও বলিউডে তার অবাদানও কম নয়। তার বিখ্যাত ছবি ‘হাতি মেরা সাথি’, ‘আনান্দ’, ‘কোরা কাগজ’ ইত্যাদি এখনো মানুষের মনকে নাড়া দিয়ে যায়। এচাড়াও তার আরো অনেক ছবি রয়েছে হিট তালিকায়। অথচ এই তারকা এখন কখনোই পাননি জাতীয় পুরস্কর। সুনীল দত্তঃ তিনি হলে বলিউডের মুন্না ভাইখ্যাত সঞ্জয় দত্তের বাবা। যাকে বলিউড জানেন একজন শক্তিমান অভিনেতা। তার কথা ভারতের চলচ্চিত্রের ইতিহাসে সবসময়েই জ্বলজ্বলে। নিজের সময়ে একের পর এক ছবির মাধ্যমে প্রত্যেকের খ্যাতিকে টপকে গিয়েছেন তিনি। এরমধ্যে ‘মাদার ইন্ডিয়া’, ‘মিলান বা মুঝে জিনে দো’র মতন ব্লকবাস্টার ছবিগুলোর মাধ্যমে সবসময়ই মানুষকে মাতিয়ে রেখেছেন তিনি। তবে এই তারকাও কখনো পায়নি জাতীয় পুরস্কার! দিলীপ কুমারঃ এক নামেই তাকে জানেন বিশ্বের সিনেমাপ্রেমি মানুষ। ‘মুঘল এ আজম’, ‘নয়া দৌড়’, ‘গঙ্গা যমুনা’ যুগযুগ ধরে মানুষের হৃদয়ের ঘরে রয়ে যাবে। তার অভিনয় শৈলিও স্মরণে রাখার মত। তিনি নিজের প্রতিটি ছবির মাধ্যমেই ভক্তদের হৃদয়ে পাকাপাকিভাবে আসন করে রেখেছেন এখনও। তবে এ মহা তারকা কখনোই পায়নি জাতীয় পুরস্কার! তবে তিনি ভক্তদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছেন সেটার কাছে জাতীয় পুরস্কার একেবারেই তুচ্ছ। ধর্মেন্দ্রঃ ‘শোলে’, ‘চুপকে চুপকে’ ও ‘সত্যকাম’সহ বিখ্যাত আর ব্যবসাসফল অনেক চলচ্চিত্রের মাধ্যমে নিজের সুসময়ে ভক্ত, বিশেষ করে নারী ভক্তদের হৃদয় জয় করে নিতে পারলেও জাতীয় পুরস্কার দেওয়ার আসনে বসা জুরিদের মন গলেনি কখনোই ধর্মেন্দ্র প্রতি। যার ফলে তিনি কখনোই পাননি জাতীয়ভাবে সম্মান।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *