Home / মিডিয়া নিউজ / ওরা তিনজন

ওরা তিনজন

বাঁধন, আলভী ও ইশানা এরা তিনজনই লাক্স তারকা। এই তিন তারকার এবার একসঙ্গেই অভিনয়

করছেন দু’টি ধারাবিহ নাটকে। নাটক দু’টি হচ্ছে বাংলাভিশনে প্রচার চলতি কায়সার আহমেদ পরিচালিত

‘সহযাত্রী’ এবং প্রচারের অপেক্ষায় থাকা জিল্লুর রহমানের ‘ছোবল’। নাটক দু’টিইর গল্প রচনা করেছেন রিজওয়ান খান। ‘সহযাত্রী’ ধারাবাহিকে তিনজনের সম্পর্কটা পারিবারিক হলেও ‘ছোবল’ নাটকে বাঁধন, আলভী ও ইশানা অভিনয় করছেন একই অফিসের সহকর্মী চরিত্রে। বাঁধন বলেন, সহকর্মী হিসেবে আলভী এবং ইশানা দুজনই বেশ মজার মানুষ। আমরা শুটিং চলাকালীন কাজের ফাঁকে ফাঁকে অনেক গল্প-আড্ডায় মেতে উঠি। ‘সহযাত্রী’ এবং ‘ছোবল’ দুটি নাটকেরই গল্প খুব চমৎকার। আলভী বলেন, পরিচালক দুজনকে ধন্যবাদ আমাদের তিনজনকে নিয়ে দুটি ধারাবাহিকে কাজ করানোর জন্য। বাঁধন ও ইশানার সঙ্গে কাজ আমি বেশ উপভোগ করছি। ইশানা বলেন, এ মুহূর্তে আটটিরও বেশি ধারাবাহিক নাটকে কাজ করছি আমি। তবে এ দুটি নাটক একটু আলাদা, এ কারণেই আমরা তিনজন লাক্স তারকা একসঙ্গে কাজ করছি। পুরোনো দিনের গল্পে মেতে উঠছি আমরা প্রায়ই। তবে আমরা তিনজন দুটি কাজই বেশ মনোযোগ দিয়েই করছি।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *