Home / মিডিয়া নিউজ / অপু বিশ্বাসের ওজনে নয়, সমস্যা ছিল স্টেজে: নিরব

অপু বিশ্বাসের ওজনে নয়, সমস্যা ছিল স্টেজে: নিরব

‘বেয়াইনসাব’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক নিরব। হঠাৎ অপুকে কোলে তুলতে চাইলেন নিরব। কিন্তু না পেরে উপুড় হয়ে পড়ে যান মঞ্চে।

এমন দৃশ্য অন্তর্জালে ভাইরাল। জানা গেছে, শনিবার (১১ মার্চ) মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছর পূর্তি উদযাপনে সিরাজদিখান উপজেলার একটি রিসোর্টে ছিলো এ আয়োজন।

অন্তর্জালে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, নিরব-অপু পড়ে যাওয়ার পরই অনুষ্ঠানের লোকজন তাদের কাছে ছুটে আসেন এবং দুজনকে টেনে তোলেন। এরপর বাকি পারফর্মেন্স শেষ করেন তারা।

এদিকে ইতিমধ্যে ভিডিওটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং তা দেখে হাসাহাসি করছেন নেটিজেনরা। নেটিজেনদের এসব কর্মকাণ্ড চোখ এড়ায়নি নিরব-অপুরও। রবিবার সন্ধ্যায় নিরব জানালেন আসল ঘটনা।

এ বিষয়ে তিনি বলেন, অনেকেই মনে করছেন অপুর ওজন বেশি, তাকে কোলে তুলতে গিয়ে পড়ে গিয়েছি। কিন্তু আসলে তা নয়। অপুর ওজনে সমস্যা ছিল না, সমস্যা ছিল স্টেজে। স্টেজটির দৈর্ঘ্য ছিল স্বল্প। আটজন নৃত্যশিল্পী সহ আমরা দুজন স্টেজে ছিলাম।

তিনি আরও বলেন, হাত-পা খুলে নাচ করার মতো অবস্থা ছিল না। তাছাড়া স্টেজের ফ্লোর ছিল টাইলস করা, একেবারে পিচ্ছিল। তারউ পর অপু যে ড্রেস পরে ছিল সেই ড্রেসের নিচের অংশ ছিল সিনথেটিক ফেব্রিক্স। নাচের মধ্যে তাকে তুলতে গিয়ে আমি পা স্লিপ করে পড়ে গিয়েছিলাম। এটা নিছক দুর্ঘটনা মাত্র।

এর আগে নিরব-অপু দুজনেই দর্শককের অনুরোধ জানিয়েছিলেন ভিডিওটি না ছড়াতে। অপু বিশ্বাস বলেছিলেন, ‘আমি একজন চিত্রনায়িকা ও আপনাদের বোন হিসেবে অনুরোধ করবো, যেহেতু স্টেজে পারফর্ম করতে গিয়ে দুজনই পড়ে গেছি। আমাদের একটি অবস্থান রয়েছে, ভালোবাসার মানুষ আছে। আমি বিনীত অনুরোধ করবো, এই জায়গার ভিডিও কেউ ছাড়বেন না।

নিরবও আহ্বান জানিয়ে বলেছিলেন, ‘আমরা আসলে ভালোর চেয়ে খারাপটি দেখতে চাই, দেখাতে চাই। নতুন কিছু বলতে চাই না, পাগলকে সাঁকো নাড়াতে মানা করলে সে আরও বেশি নাড়ায়। আপনারা অনেক বিবেকবান মানুষ, আশা করি বিষয়টি বুঝবেন।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *