





আগামী দুই দিনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার (১৩ মার্চ) রাতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল হামিদ এ তথ্য জানান।
তিনি জানান, দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা বেড়েছে, এ অবস্থায় চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে। তবে আগামীকাল মঙ্গলবার থেকে তা কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার বিষয়ে তিনি বলেন, ওই সময়ে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। চট্টগ্রাম বিভাগে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।