Home / মিডিয়া নিউজ / শিল্পীর অভাব, মঞ্চে গরু-ছাগলের পারফরম্যান্স দেখতে হয় : ওমর সানি

শিল্পীর অভাব, মঞ্চে গরু-ছাগলের পারফরম্যান্স দেখতে হয় : ওমর সানি

সম্প্রতি নায়ক ওমর সানি ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে প্রশ্ন রাখেন, দেশে কী শিল্পীর এতই অভাব যে, মঞ্চে দুই-একজন গরু-ছাগলের পারফরম্যান্স দেখতে হয়?

গত রবিবার (১২ মার্চ) দিবাগত রাত ১২টায় ফেসবুকে ওমর সানী লেখেন, ‘আমাদের দেশে শিল্পীর এতই অভাব? যে মঞ্চে দুই-এক জন গরু-ছাগলের পারফরম্যান্স দেখতে হয়।’

এরপর তিনি লেখেন, ‘দালা/লি-চামচা/মি এগুলো করলেই পারফরম্যান্স করা যায়। আর শিল্পী সবাই হতে পারে না রে, সবাই হলে তো হয়েছিল। যারা সিলেকশনে আছেন তারাই চায় না বাংলা চলচ্চিত্র দর্শক দেখুক।’

এরপরই এ অভিনেতা নায়ক রাজ রাজ্জাকের প্রসঙ্গ টানেন। বলেন, ‘যাক, নায়ক রাজ রাজ্জাক (আঙ্কেল) বেঁচে নাই, তাহলে আমাদেরকে থাপড়াতেন।’

এদিকে ওমর সানীর এই মন্তব্যকে অপু বিশ্বাসকে কোলে তুলতে গিয়ে পড়ে গেলেন নিরব এ ঘটনার প্রসঙ্গ টেনে আলোচনা-সমালোচনা করছেন নেটিজেনরা। তাদের মতে, তবে কি নাম উল্লেখ না করে অপু ও নিরবকে ইঙ্গিত করলেন এ নায়ক?

আবার ওমর সানীর ওই পোস্টে মন্তব্যের ঘরে কেউ বলছেন, সিনিয়র একজন শিল্পীর (ওমর সানী) থেকে এমন মন্তব্য আশা করা যায় না। আবার কেউ বলছেন, সাহসী উচ্চারণ। ভালোই বলেছেন।

প্রসঙ্গত, স্টেজে পারফরম্যান্সের সময় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে কোলে তুলতে গিয়ে পড়ে যান নায়ক নিরব। অনা/কাঙ্ক্ষিত সেই ঘটনার দৃশ্য দ্রুতই ছড়িয়ে

পড়ে সোশ্যাল মিডিয়ায়। গত ১১ মার্চ মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছরপূর্তি উদযাপন উপলক্ষে সিরাজদিখানের একটি অভিজাত রিসো/র্টে এ ঘটনা ঘটে।

উল্লেখ্য, ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সেখানে তিনি মাঝে মাঝে ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন ও ব্যবসা নিয়ে কথা বলেন। এছাড়াও, অভিনেতাকে ইন্ডাস্ট্রির বর্তমান বিষয় নিয়েও কথা বলতে দেখা যায়।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *