Home / মিডিয়া নিউজ / মেয়েকে দূরে ঠেলে দিয়েছেন ক্রুজ

মেয়েকে দূরে ঠেলে দিয়েছেন ক্রুজ

দুই বছরেরও বেশি সময় ধরে নিজের মেয়ে সুরির সঙ্গে দেখা করেননি মার্কিন অভিনেতা টম ক্রুজ।

আর এর কারণ হিসেবে চিহ্ণিত করা হচ্ছে ক্রুজের ধর্মপ্রেমকে। মার্কিন ট্যাবলয়েড দাবী করছে ‘মিশন:

ইম্পসিবল’ তারকা নিজের ধর্ম সায়েন্টোলজির কারণেই সাবেক স্ত্রী কেটি হোমস এবং নয় বছর বয়সী মেয়ে সুরির সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন। মার্কিন এক সূত্র জানায়, “তিনি (টম ক্রুজ) আর সুরির প্রাত্যহিক জীবনের অংশ হতে আগ্রহী নন বলেই মনে হচ্ছে।” “কেটি যথাসম্ভব চেষ্টা করছেন একজন আদর্শ মা হওয়ার কিন্তু বাবার জায়গা নেয়া তো সম্ভব নয়।” এছাড়া এ সূত্র আরো জানান, “দু বছরেরও বেশি সময় ধরে তাকে (টম ক্রুজ) তার মেয়ের সঙ্গে জনসম্মুখে দেখা যায়নি – এটা সুরির পুরো জীবনের পাঁচ ভাগের এক ভাগ সময়।” চলতি বছর এপ্রিলে শোনা যাচ্ছিল ‘মিশন: ইম্পসিবল রোউগ নেইশন’ শুটিং-এ ব্যস্ত থাকায় এক বছর মেয়ের সঙ্গে দেখা করতে পারেননি ক্রুজ। কিন্তু এই খবর নাকচ করে ক্রুজের মুখপাত্র জানান, ঠিকই দেখা হয়েছে বাবা-মেয়ের, তবে তা জনসম্মুখে নয়। অভিনেত্রী কেটি হোমসকে ২০০৬ সালে বিয়ে করেন ক্রুজ। ছয় বছর পর দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। একসঙ্গে তাদের রয়েছে একমাত্র মেয়ে সুরি ক্রুজ। বিচ্ছেদের কারণ হিসেবে ক্রুজের সায়েন্টোলজিপ্রীতিকেই দায়ী করেছিলেন হোমস।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *