





বলিপাড়ায় অবিবাহিত পুরুষের তালিকায় প্রথমেই আছেন সালমান খান। দীর্ঘ ক্যারিয়ারে অনেকের






সাথেই তার নাম জড়ায়। তবে কারো সাথেই বিয়ের পিঁড়িতে বসতে পারেননি ভাইজান।






সঙ্গীতা বিজলানী থেকে ঐশ্বরিয়া, ক্যাটরিনার সঙ্গে সালমানের সম্পর্ক ঘিরে একাধিক তথ্য সামনে আসে। তবে কখনও শোনা যায়নি জুহি চাওলার সঙ্গে সালমানের সম্পর্কের কথা। কিন্তু সালমান বিয়ে করার জন্য একসময় এই অভিনেত্রীকে প্রস্তাব দেন। এমনটা সালমান নিজেই ভারতীয় এক সংবাদমাধ্যমে বলেছিলেন।
এ প্রসঙ্গে সালমান বলেন, ’জুহি ভীষণ মিষ্টি মেয়ে। আমি তাঁর বাবাকে জিজ্ঞেস করি যে, তিনি জুহির সঙ্গে যদি আমার বিয়ে দেন। তিনি স্পষ্ট ’না’ বলে দেন।’
তবে কখনও সালমান ও জুহিকে একসাথে বড়পর্দায় দেখা যায়নি। এ ব্যপারে বেশ গুঞ্জন রটেছিল জুহি নাকি কখনো সালমানের সাথে ছবি করতে চাননি। তবে করণ জোহরের চ্যাট শো ’কফি উইথ করণ’ এ জুহি বলেছেন, এমন গুঞ্জন সবই মিথ্যা, তেমন কিছুই না।