Home / মিডিয়া নিউজ / সিডনিতে শাওনের গান

সিডনিতে শাওনের গান

অস্ট্রেলিয়ায় গান গাইবেন মেহের আফরোজ শাওন। আগামী ৩ জানুয়ারিতে হুমায়ূন আহমেদের স্মৃতির

উদ্দেশ্যে সিডনি’র একটি সংগঠন শাওনের গানের আয়োজন করেছে।

বাসভূমি নামের এই সংগঠনটির কর্ণধার সাহিত্যিক ও পরিচালক আকিদুল ইসলাম জানান, হুমায়ূন আহমেদকে প্রবাসী বাঙালিরাও স্মরণ করে তাঁর অনুপস্থিতি অনুভব করে তাই তাঁর স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। এই অনুষ্ঠানে গান গাইবেন মেহের আফরোজ শাওন।

আগামী ৩ জানুয়ারি সন্ধ্যা ৬টায় সিডনিতে অনুষ্ঠানের সময়সূচি নির্ধারণ করেছে আয়োজক সংগঠনটি।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *