Home / বাংলা নিউজ / নিঃসন্তান মায়ের কোলে ঠাঁই পেল পরিচয়হীন নবজাতক

নিঃসন্তান মায়ের কোলে ঠাঁই পেল পরিচয়হীন নবজাতক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পরিচয়হীন পরিত্যক্ত এক নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার

(৯ ফেব্রুয়ারি) গোবিন্দগঞ্জ পৌরসভার কালিকাডোবা গ্রামের একটি ফসলি জমির পাশ থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা। নবজাতক পুরুষ শিশুটি সুস্থ আছে।

জানা যায়, পৌরসভার কালিকাডোবা গ্রামের পশ্চিম পাথারে ডা. দুলু মিয়ার জমির পাশে কে বা কারা এক নবজাতক এক পুত্র সন্তানকে ফেলে রেখে যায়। বৃহস্পতিবার সকালে কয়েক জন শ্রমিক মাঠে কাজ করতে গেলে ওই শিশুর কান্না শুনতে পায়।

পরে অন্যদের সঙ্গে ওই এলাকার মোখলেছুর রহমানের স্ত্রী নাহিদা বেগম শিশুটিকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসেন এবং ডাক্তার ডেকে তার চিকিৎসা করান।

এ দিকে মোখলেছুর রহমানের নিঃসন্তান ভাই রাজিব মিয়া (২৭) শিশুটিকে লালন-পালনের জন্য নিতে চাইলে স্থানীয়রা তার স্ত্রীর কোলে শিশুটিকে তুলে দেন। শিশুটি এখন সুস্থ আছে বলে জানান তারা।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল আলম জুয়েল বলেন, দত্তক হিসাবে সন্তান নিতে অনেক আইনি জটিলতায় পড়তে হয়। তবে সামাজিকভাবে যদি সবার সম্মতিক্রমে ওই ব্যক্তি নবজাতক সন্তানের দায়িত্ব নিতে চাইলে কারো আপত্তি থাকার কথা নয়।

গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি জানান, পৌরসভা থেকে জন্ম নিবন্ধন করে নিতে পারবে।

Check Also

অসুস্থ হয়েও অন্য মানুষের সহায়তায় এগিয়ে গেলেন তাসরিফ

তাসরিফ খান নাম টা সামনে এলেই ২০২২ সালে সিলেটের বন্যার কথা মনে পড়ে যায়। সেসময় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *