Home / মিডিয়া নিউজ / ফিল্মফেয়ারে সেরা অভিনেতা মিঠুন, অভিনেত্রী স্বস্তিকা

ফিল্মফেয়ারে সেরা অভিনেতা মিঠুন, অভিনেত্রী স্বস্তিকা

ভারতের অস্কার খ্যাত সেরেমনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বাংলার আসর অনুষ্ঠিত হয়েছে। এবার

জনপ্রিয় বিভাগে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন মিঠুন চক্রবর্তী ও স্বস্তিকা মুখার্জি।

শহরের এক পাঁচতারা হোটেলে এ অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রায় টলিউডের অভিনেতা-অভিনেত্রীসহ প্রায় সবাই উপস্থিত ছিলেন।

কে কোন বিভাগে পুরস্কার পেলেন

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড

অপর্ণা সেন (অভিনেত্রী ও পরিচালক)

সেরা ছবি

বল্লভপুরের রূপকথা

দোস্তজী

সেরা পরিচালক

প্রসূন চট্টোপাধ্যায় (দোস্তজী)

সেরা অভিনেতা

মিঠুন চক্রবর্তী (প্রজাপতি)

সেরা অভিনেত্রী

স্বস্তিকা মুখোপাধ্যায় (শ্রীমতী)

সেরা সহ-অভিনেতা

শ্যামল চক্রবর্তী (বল্লভপুরের রূপকথা)

সেরা সহ-অভিনেত্রী

মমতা শঙ্কর (প্রজাপতি)

সেরা ছবি (ক্রিটিক)

আ হোলি কনস্পিরেসি

অভিযান

সেরা অভিনেতা (ক্রিটিক)

যিশু সেনগুপ্ত (অভিযান)

সেরা অভিনেত্রী (ক্রিটিক)

শুভশ্রী গঙ্গোপাধ্যায় (বৌদি ক্যান্টিন)

গার্গী রায়চৌধুরী (মহানন্দা)

সেরা নবাগত পরিচালক

ঈশান ঘোষ (ঝিল্লি)

কুমার চৌধুরী (প্রিয় চিনার পাতা: আইটিআই সেগুন)

সেরা নবাগত অভিনেতা

অনিন্দ্য সেনগুপ্ত (এক্স = প্রেম)

সেরা নবাগত অভিনেত্রী

শ্রুতি দাস (এক্স = প্রেম)

পিয়ালি সামন্ত (প্রিয় চিনার পাতা: আইটিআই সেগুন)

সেরা মৌলিক গল্প

কুমার চৌধুরী (প্রিয় চিনার পাতা: আইটিআই সেগুন)

সেরা চিত্রনাট্য

প্রসূন বন্দ্যোপাধ্যায় (দোস্তজী)

সেরা সংলাপ

প্রতীক দত্ত এবং অনির্বাণ ভট্টাচার্য (বল্লভপুরের রূপকথা)

সেরা এডিটর

অর্ঘ্যকমল মিত্র (অপরাজিত)

সেরা সিনেমাটোগ্রাফি

ইশান ঘোষ (ঝিল্লি)

তুহিন বিশ্বাস (দোস্তজী)

সেরা আবহ সঙ্গীত

বিক্রম ঘোষ (মহানন্দা)

সেরা গায়ক

অরিজিৎ সিং- আজকে রাতে (বিসমিল্লাহ)

সেরা গায়িকা

কৌশিকী চক্রবর্তী- কেন রং দিলে মোহে (বিসমিল্লাহ)

সেরা গীতিকার

অনির্বাণ ভট্টাচার্য (নতুন প্রেমের গান, বল্লভপুরের রূপকথা)

সেরা মিউজিক অ্যালবাম

ইন্দ্রদীপ দাশগুপ্ত (বিসমিল্লাহ)

সেরা সাউন্ড ডিজাইন

তীর্থঙ্কর মজুমদার (অপরাজিত)

সেরা পোশাক ডিজাইন

সুচিস্মিতা দাশগুপ্ত (অপরাজিত)

সেরা প্রোডাকশন ডিজাইন

সুব্রত বারিক (বল্লভপুরের রূপকথা)

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *