Home / মিডিয়া নিউজ / মানসিকভাবে সংসার করার প্রস্তুতি এখনো হয়নি : জায়েদ খান

মানসিকভাবে সংসার করার প্রস্তুতি এখনো হয়নি : জায়েদ খান

সমবয়সী ও জুনিয়র শিল্পীরা সংসার শুরু করলেও এখনও জায়েদ খানের বিয়ের সানাই বাজেনি। যতদিন সংসার শুরু না করছেন, ততদিন নিজেকে যুবক ভাববেন তিনি! ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান।

জায়েদ খানের ভাষ্য, ‘আমি এখনও বুড়ো হইনি। যতক্ষণ পর্যন্ত সংসার না হয়, ততক্ষণ পর্যন্ত আমি ইয়াং। আমি আমার জীবনটা উপভোগ করছি।’

তিনি যোগ করেন, ‘জন্ম-মৃ/ত্যু-বিয়ে আল্লাহর হাতে। এখনও মানসিকভাবে সংসার করার প্রস্তুতি নিইনি। সংসার করলে মন দিয়েই করব।’

নায়ক আগেই জানিয়েছিলেন, সবুরের ফল সবসময় মিষ্টি হয়। বাবা-মা’র জীবদ্দশায় আমার বিয়ে দেখে যেতে পারেননি। তাদের খুব ইচ্ছা ছিল, আমার বিয়ে দেখার। এখন আমার দুই ভাই ও এক বোন রয়েছে।

সবার সঙ্গে আলোচনা করে যখন সিদ্ধান্ত নেব, তখন সবাইকে নিয়ে বেশ ঘটা করে বিয়ে করব।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *