Home / অন্যান্য / এশিয়ার মধ্যে প্রথম নারী ডিজেল রেল ইঞ্চিন চালক মুমতাজ

এশিয়ার মধ্যে প্রথম নারী ডিজেল রেল ইঞ্চিন চালক মুমতাজ

এশিয়ার প্রথম নারী ডিজেল রেল ইঞ্চিন চালক হলেন মুমতাজ। তিনি ১৯৯৫ সালে লিমকা বুক অফ

রেকর্ডস-এ স্বীকৃতিপ্রাপ্ত। এখানেই শেষ নয়, মুমতাজই প্রথম রেল চালক যিনি ইলেক্ট্রিক এবং ডিজেল দুই ধরনের রেল ইঞ্জিনই চালান।

১৯৮৯ সালে ভারতের রেল নিয়োগ বোর্ডের নিয়ম বদলের পরই মুমতাজ রেলের পরীক্ষা দেন এবং সফলতার সঙ্গে সেই পরীক্ষায় উত্তীর্ণ হন।

সংবাদ মাধ্যম বিবিসি ভারতীয় রেলওয়েকে নিয়ে নির্মিত এক তথ্যচিত্রে মুমতাজকে কাস্ট করেছে।ভারতীয় এই নারী কন্যাভ্রুণ হত্যা ও লিঙ্গবৈষম্যকেও সমর্থন করেন না। তার নিজের এক মেয়ে ও এক ছেলে রয়েছে।

মুমতাজ দুই সন্তানকে শিক্ষিত করবেন, যথাযথ মানুষ তৈরি করবেন। সন্তানদের তিনি সফলতার চূড়ায় দেখবেন এটাই তার স্বপ্ন।

Check Also

গ্রামে খর ও বাঁশ দিয়ে হেলিকপ্টার বানিয়ে তাক লাগিয়ে দিলো দুই যুবক, গ্রামের বাচ্চাদের মুখে হাসি, যুবকদের প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা ভাইরাল ভিডিও

আবিষ্কার বলতে ব্যক্তি বা দলীয়ভাবে কোন নতুন ধরনের জিনিস, যন্ত্র বা বিষয় তৈরী, প্রযুক্তি উদ্ভাবন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *