





একমাত্র রণবীর সিংয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে স্পষ্ট কিছু বলতেই নারাজ দীপিকা পাড়ুকোন।






তা ছাড়া নিজেকে নিয়ে অন্য যেকোনো ধরনের কথা বলতে মোটেও দ্বিধা হয় না এই বলিউড তারকার।






বিশেষ করে মানসিক অবসন্নতাজনিত সমস্যার কথা স্বীকারের পর থেকে আরো বেশি অকপট হয়েছেন






তিনি। বক্স অফিস ক্যাপসুলে জানা গেল ওসিডি (অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার) সংক্রান্ত সমস্যার কারণে তাঁর অতি খুঁতখুঁতে স্বভাব এবং বিচিত্র কিছু কর্মকাণ্ডের কথা। নিজের কাজ সবসময় নিজেই করতে পছন্দ করেন তিনি। আর সেই কাজ হওয়া চাই একদম নিখুঁত, টিপটপ। ‘লেখালেখির বিষয়গুলো আমি নিজে করি। পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়েও আমার খ্যাপামো রয়েছে, বলতে পারেন ওসিডির প্রভাব। যেকোনো অপরিচ্ছন্ন জায়গা দেখলেই আমি পরিষ্কার করতে শুরু করি। এমনকি আমি পাবলিক টয়লেটও পরিষ্কার করেছি,’ বলেন দীপিকা। বেঙ্গালুরুতে মা-বাবার সঙ্গে থাকলে বাড়ির কাজকর্ম নিজেই করেন দীপিকা। ‘আমি থালাবাসন পরিষ্কার করি আগের মতন। কোনো কিছুই বদলে যায়নি। আমি মা-বাবার কাছে তাঁদের সেই মেয়েটিই রয়ে গেছি, তাঁরা আমাকে নিয়ে গর্ব করেন। আমাদের বেঙ্গালুরুর জীবনটা এখনো সেই আগের মতোই আছে। আমি যদি একটুও বদলে যাই, বাবা আমাকে নির্ঘাত স্টোররুমে আটকে রাখবেন! ছোটবেলায় শাস্তি দিতে হলে বাবা আমাকে রান্নাঘরের স্টোররুমে আটকে রাখতেন,’ এভাবে নিজের পরিবার ও পুরোনো দিনের কথা মনে করেন এ সময়ের শীর্ষস্থানীয় এই বলিউড অভিনেত্রী। সামনেই মুক্তি পেতে যাচ্ছে দীপিকার দুটি ছবি ‘তামাশা’ ও ‘বাজিরাও মাস্তানি’।