





রাত জেগে টানা ১২ ঘন্টা শুটিং করলেন আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশা। অনন্য মামুন






পরিচালত ‘অস্তিত্ব’ সিনেমার একটি গানের দৃশ্যধারণে অংশ নেন তারা। শুক্রবার রাতে ‘লেডিস এন্ড






জেন্টলম্যান, আসিতেছে’ শিরোনামের এ গানটির দৃশ্যধারণ চলে বিএফডিসির চার নম্বর ফ্লোরে। আরিফিন শুভ বাংলা বলেন, ‘প্রচণ্ড জ্বর নিয়ে কাজটা করেছি। এতটুক বলতে পারি দর্শক অনেকদিন মনে রাখার মতো একটি ছবি পেতে যাচ্ছে।’ গানটি লিখেছেন মেহেদী। সুর করেছেন প্রীতম। এদিন ডেমো ভার্সনে শ্যুটিং হয় গানটির। কোনও শিল্পী এখনও গানটিতে কণ্ঠ দেননি, জানালেন মামুন। গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিব। পরিচালক আরও জানালেন, ছবিটির আর দুদিনের শ্যুটিং বাকি আছে। কিছুদিনের মধ্যে তারা ভোলা যাবেন বাকি দৃশ্যের শ্যুটিয়ে।