Home / মিডিয়া নিউজ / যেটা সুন্দর সেটি পোস্ট করবি কিন্তু : দিঘীকে জয়া

যেটা সুন্দর সেটি পোস্ট করবি কিন্তু : দিঘীকে জয়া

নিজের বয়স আটকে রাখা নিয়ে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে প্রায়ই প্রশ্নের

মুখোমুখি হতে হয়। সেসব প্রশ্নে অবশ্য লেটার মার্ক নিয়েই পাস করেন জয়া। বহু বছর ধরেই নিজের তারুণ্য ধরে রেখেছেন তিনি।

এই অভিনেত্রীর তারুণ্য ধরে রাখার আরও একটি নজির উপস্থাপন করলেন এই সময়ের তরুণ অভিনেত্রী দিঘী। অবশ্য ছোটবেলা থেকেই দিঘী নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। মা প্রয়াত অভিনেত্রী দোয়েল এবং বাবা সুব্রতর কল্যাণে ‘স্টার কিডস’ তকমা পেয়েছেন আগেই। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। সেই ছোটবেলাতেই অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে ছবি তুলেছিলেন দিঘী। সেই ছবির আদলে ঠিক ১৫ বছর পর আবার ছবি তুললেন।

গত রোববার রাতে ১৫ বছর আগের ও পরের দুটি ছবি নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছেন এই অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘তেমন কিছু না, ১৫ বছর পর আমরা একই ভঙ্গিতে ছবি তোলার চেষ্টা করেছি।’

ছবি দুটির নিচে অনেকেই নানা রকম মন্তব্য করেছেন। এক ভক্ত দিঘীকে উদ্দেশ করে লিখেছেন, তুমি বড় হয়েছ আর জয়া হয়েছে ছোট। ছবিটির নিচে খোদ জয়া এসে কমেন্ট করেছেন।

ছবি দুটি নিয়ে কথা হয় দিঘীর সঙ্গে। তিনি দৈনিক বাংলাকে বলেন, প্রথম ছবিটা ২০০৭ বা ২০০৮ সালের দিকে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তোলা। পরের ছবিটা কিছুদিন আগে মাছরাঙা টেলিভিশনে তোলা। তবে পরেরটি তোলার আগে ওনাকে আগের ছবিটি দেখাই। তারপর বলি, ‘আমরা একই রকম ভঙ্গিতে আরেকটি ছবি তুলতে চাই। তারপর আমরা ছবিটি তুলি।’ তবে ছবি তুলেই শেষ হয়নি। জয়া আহসান বলে দিয়েছেন, যেটা সুন্দর সেটি পোস্ট করবি কিন্তু!

জয়া আহসানের কথামতো সবচেয়ে সুন্দর ছবিটিই পোস্ট করেছেন দিঘী। এমনটাই জানালেন তিনি।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *